PSG. (Photo Credits: Twitter)

টোকিও, ২৫ জুলাই: প্রাক মরসুম প্রীতি ম্যাচে প্যারিসের হেভিওয়েট ক্লাব পিএসজি (PSG)-র চমক। জাপানে মেসি, নেইমার-রা প্রতিপক্ষকে একেবারে গোলের মালা পরালেন। খাতায় কমলে দুনিয়ার সবচেয়ে হাইপ্রোফাইল দল পিএসজি ৬-২ গোলে হারাল জাপানের ক্লাব গাবা ওসাকা-র বিরুদ্ধে। নেইমার দলে ম্যাচের দু অর্ধে দুটি করে গোল করলেন। তার মধ্যে একটি পেনাল্টি থেকে। মেসি, এমবাপে, নুনো মেন্ডিস ও কিলিয়ান এমবাপেও গোল করেন। ম্যাচের ৩৪ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল ২-১।

এরপরই পিএসজি ম্যাজিক দেখায়। ৩৭ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন নুনো মেন্ডিস। দু মিনিট বাদে মেসির গোলের পর জাপানের গ্যালারি আনন্দে ফেটে পড়ে। আরও পড়ুন-সাদা বলের ক্রিকেটে নেতৃত্বে ফিরছেন কেন উইলিয়ামসন

দেখুন টুইট

বিরতির পর আরও দুটি গোল করে পিএসজি। ম্যাচের ৬০ মিনিটে অনবদ্য গোল করেন নেইমার। এরপর এমবাপে ম্যাচের ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। ম্যাচের ২৮ মিনিটে পাবলো সারাবিয়া পিএসজি-র প্রথম গোলটি করেন। এরপর পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ এগিয়ে দেন নেইমার। এবার  মেসি-নেইমাররা খেলবেন রবিবার ইজরায়েলে ফ্রান্সের নান্টেস ক্লাবের বিরুদ্ধে।