PSG. (Photo Credits:Twitter)

বছরের শুরুটা একেবারে খারাপ হল প্যারিস সাঁ জা-র। রবিবার রাতে লিগা ১-র ম্যাচে পিএসজি ০-৩ গোলে হারল লেন্সের বিরুদ্ধে। বিশ্বকাপ জিতে মেসি ছুটির আমেজে, লাল কার্ড দেখে নেইমার ছিটকে গিয়েছেন। আর মেসি-নেইমারের অনুপস্থিতিতে ফরাসি লিগের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে পরাস্ত হলেন কিলিয়ান এমবাপেরা। ২০২২ সালের মার্চে শেষবার হেরেছিল পিএসজি। সেই ম্যাচেও মেসি ছিলেন না। ছুটি কাটিয়ে মেসি কবে ফেরেন সেই দিকেই তাকিয়ে পিএসজি ভক্তরা। লেন্সের এদিনের জয়ে জমে গেল লিগা ১।

মেসি-নেইমার-এমবাপেদের লিগ ১ চ্যাম্পিয়ন হওয়াটা খুব সহজ হবে না। কারণ ১৭টা করে ম্যাচ খেলার পর দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সঙ্গে পিএসজি (৪৪ পয়েন্ট)-র পয়েন্টের ব্যবধান মাত্র চার।

দেখুন ভিডিয়ো

দেখুন টুইট

পিএসজি-র বিরুদ্ধে এদিন ম্যাচের ৫ মিনিটে ফ্র্য়াঙ্কোইস্কির গোলে এগিয়ে যায় লেন্স। তিন মিনিট বাদেই গোল শোধ করেন পিএসিজ-র হুগো একিটিকে। এরপর দুরন্ত ফুটবল খেলে ২৮ মিনিটে দলকে এগিয়ে দেন লেন্সের লোইস ওপেন্দা। ম্যাচের ৪৭ মিনিটে আলিক্স ক্লাউদে মাউরাইসের গোলে ব্যবধান বাড়ায় লেন্স। পিএসজি অনেক চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি।