বুদাপেস্ট স্টেডিয়াম (প্রতীকী ছবি: United World Wrestling/Twitter)

বুদাপেস্ট, ১ নভেম্বর: অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের (U-23 World Wrestling Championship) ফাইনালে (Final Round) উঠলেন ভারতীয় মহিলা পালোয়ান (Indian Woman Wrestler) পূজা গেহলট (Pooja Gehlot)। সেমিফাইনালে তুরস্কের জেনিপ ইয়েটগিলকে হারিয়ে পৌঁছে গেলেন চূড়ান্ত পর্বের লড়াইয়ে। বৃহস্পতিবার ৫৩ কেজি ক্যাটেগরিতে নেমেছিলেন পূজা। প্রথমদিকে ২-৪ পিছিয়ে পড়লেও, পরে দুর্দান্তভাবে লড়াইয়ে ফেরেন। শেষ পর্যন্ত জেনিপকে ৮-৪ তে পরাস্ত করে উঠে আসেন চূড়ান্ত পর্বে।

আন্তর্জাতিক পর্যায়ের এই টুর্নামেন্টে প্রথম থেকেই ভালো খেলে এসেছিলেন ভারতীয় এই মহিলা পালোয়ান। কোয়ালিফাইং ম্যাচে রাশিয়ার (Russia) একেতেরিনা ভারবিনাকে ৮-৩ উড়িয়ে দেন তিনি। তুরস্কের এই কুস্তিগীর গত বছরই অর্থাৎ ২০১৮ সালে জুনিয়র ইউরোপিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে সোনা (Gold) জেতেন। এদিকে, কোয়ার্টার ফাইনালে জুনিয়র ইউরোপিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী (Gold Medelist) জেনিপ ইয়েটগিলকে হারিয়ে ফাইনালে উঠে আসেন পূজা। জ্যোতি (৫০)-র দ্বিতীয় ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে এই টুর্নামেন্টে পদক নিশ্চিত করেছেন গেহলট। আরও পড়ুন: Women's WWE In Saudi Arabia: WWE-র রিংয়ে এবার আরবের মহিলাদের কুস্তি! প্রথম ম্যাচ শুরু আজ দুপুর ১টা থেকে

বুধবার রবীন্দারকে রুপোতেই (Silver) থামতে হয়েছে। ৬১ কেজি বিভাগের ফাইনালে কিরগিজস্তানের উলুকবেক জোলেদোশবিকভের কাছে তিনি হেরে যান তিনি।