ক্রাউন জুয়েল (Photo Credits: WWE/Twitter)

রিয়াধ, ৩১ অক্টোবর: WWE-এর রিংয়ে এবার দাপাবেন আরবের মহিলারা (Women Of Arab)। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রথম কুস্তির ম্যাচ (First Wrestling Match)! প্রথম ম্যাচ শুরু হয়ে গিয়েছে আজ দুপুর ১টা থেকে। রিয়াধে WWE-র ক্রাউন জুয়েল (Crown Jewel) ইভেন্টে প্রথমবার মহিলা কুস্তি লাইভ দেখছেন নাগরিকরা। ঐতিহাসিক এই ম্যাচে মুখোমুখি হয়েছেন WWE-র ন্যাটালিয়া (Natalya) ও লেসিই ইভান্স (Lacey Evans)।

ভাঙছে গোঁড়ামির বেড়াজাল। ধর্মের পর্দা সরিয়ে পুরুষদের সঙ্গে পাল্লা দিতে এগিয়ে আসছেন সৌদি আরবের রক্ষণশীল পরিবারের মহিলারাও। যার প্রামাণ্য স্বরূপ এই প্রথম সৌদির মাটিতে পেশাদারী কুস্তিতে অংশ নিচ্ছেন আরবের মহিলারা। সৌদি আরবে WWE-র বিশেষ ইভেন্ট ক্রাউন জুয়েল-এ বিভিন্ন ম্যাচে লড়তে দেখা যাবে- WWE চ্যাম্পিয়ন ব্রক লেসনার (Brock Lesnar), ইউনিভার্সাল চ্যাম্পিয়ন সেথ রলিন্স (Seth Rollins), বিখ্যাত বক্সিং চ্যাম্পিয়ন টাইসন ফিউরি (Tyson Fury)-র মতো ব্যক্তিত্ব দের। ইভেন্টে উপস্থিত থাকবেন প্রাক্তন WWE-র কুস্তিগীর তথা বর্ষীয়ান হাল্ক হোগান ও রিক ফ্লেয়ার। আরও পড়ুন: David Warner: দিওয়ালিতে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি ধামাকা, ম্যাক্সওয়েলের রোশনাই, দেশের মাটিতে টি২০-তে সর্বোচ্চ স্কোর অস্ট্রেলিয়ার

প্রসঙ্গত, গত বছর থেকে সৌদিতে এই বিশেষ ইভেন্টের আয়োজন শুরু করে WWE। তবে সেবার মহিলাদের অংশগ্রহণের অনুমতি দেয়নি সৌদি প্রশাসন। WWE-র ভাইস প্রেসিডেন্ট Triple H এই প্রসঙ্গে জানিয়েছেন, "মহিলাদের কুস্তিতে একের পর এক চমক দিচ্ছে WWE। এমন সময়ে এমন পরিবর্তন হওয়ারই ছিল।" Triple H-এর স্ত্রী তথা WWE-র অন্যতম সিদ্ধান্ত গ্রহণকারী স্টিফানি ম্যাকমন এই প্রসঙ্গে জানিয়েছেন, " আমরা এর জন্য অনেকদিন ধরে লড়াই করে আসছিলাম।"