নয়াদিল্লি: ভারত (India) ২০৩০ সালের যুব অলিম্পিক (Youth Olympics) ও ২০৩৬ সালের অলিম্পিক (Olympics) আয়োজনের চেষ্টা করছে। বুধবার এশিয়ান প্যারা গেমসে পদকজয়ীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে (Major Dhyan Chand Stadium) এশিয়ান প্যারা গেমসে (Asian Para Games) পদকজয়ীদের সামনে দাঁড়িয়ে তিনি দাবি করেন সরকারের এই আগ্রহ ও চেষ্টা ক্রীড়াবিদদের উন্নয়নের জন্যই। দেশজুড়ে ক্রীড়া সংস্কৃতি ও সমাজ বৃদ্ধির সাহায্যে এগিয়ে যাচ্ছে ভারত।
এই সমস্ত দেখেই তাঁর সরকার ভারতে যুব অলিম্পিক ও অলিম্পিক আয়োজনের চেষ্টা করার আত্মবিশ্বাস পেয়েছে বলেও বুধবার জানান প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, "আমরা ২০৩০ সালে ভারতে যুব অলিম্পিক ও ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের চেষ্টা করছি।"
ধ্যানচাঁদ স্টেডিয়ামে উপস্থিত ২০২৩ এশিয়ান প্যারা গেমসে পদকজয়ীদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে আগামী দিনের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
নিজের সরকারের প্রশংসা করে বলেন, "যখন সরকার ক্রীড়াবিদদের মঙ্গলের প্রতি সংবেদনশীল হয়, তখন সরকারের নীতি, দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারায় সরাসরি তার প্রতিফলন দেখা যায়।" আরও পড়ুন: Kolkata Police: টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ! BCCI, CAB ও Book My Show-র বিরুদ্ধে কলকাতা পুলিশে দায়ের FIR
দেখুন ভিডিয়ো:
#WATCH | Delhi: "...When the govt is sensitive towards the welfare of the athletes...then the direct result is seen in the policies, approach and thinking of the govt...," says PM Modi while interacting with Asian Para Games Athletes. pic.twitter.com/5I3Ty35Cri
— ANI (@ANI) November 1, 2023