ব্যক্তিগত পারিবারিক কারণে উপমহাদেশ থেকে অল্প সময়ের জন্য দেশে ফিরতে চলেছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।ইন্দোরে তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ১ মার্চ, তার আগেই সিডনি থেকে ভারতে ফিরবেন তিনি।
সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, "গুরুতর পারিবারিক অসুস্থতার কারণে ব্যক্তিগত কারণে কামিন্স বাড়ি ফিরছেন। তিনি ইন্দোরে তৃতীয় টেস্টের প্রস্তুতিতে পুনরায় যোগ দিতে এই সপ্তাহের শেষে ভারতে ফিরে আসবেন।
ইতিমধ্যেই দিল্লিতে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে রবিবার বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রেখেছে ভারত। কামিন্স এখন পর্যন্ত সিরিজে ৩৯.৬৬ হারে তিনটি উইকেট নিয়েছেন।গত সপ্তাহে, অস্ট্রেলিয়ান লেগ-স্পিনার মিচেল সুইপসন তার প্রথম সন্তানের জন্মের জন্য দেশে ফিরেছেন, তার পরিবর্তে কুইন্সল্যান্ডের সতীর্থ ম্যাথিউ কুহেনম্যান টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন।
Big news out of the Australia camp 👇https://t.co/KGX5G3TqLw pic.twitter.com/rMxvZajBCh
— Fox Cricket (@FoxCricket) February 20, 2023