Parul Chaudhary: যোগী রাজ্যে ডিএসপি হতে চেয়ে এশিয়াডে সোনা পারুল চৌধুরীর, হাংঝৌতে ভারতের ১৪ নম্বর স্বর্ণপদক
Parul Chaudhary wins GOLD medal. (Photo Credits: X)

হাংঝৌ এশিয়ান গেমসে মহিলাদের স্টিপলচেজের ৫ হাজার মিটারে সোনা জিতলেন ভারতের পারুল চৌধুরী (Parul Chaudhary)। চলতি এশিয়ান গেমসে ১৪ তম সোনা ও ৬৪তম পদকটা জিতল ভারত। Steeplechase-এর ৩ হাজার মিটারে রুপো জেতা পারুল এবার ৫ হাজার মিটারে সোনা জিতলেন ১৫:১৪:৭৫ মিনিট সময় নিয়ে।  এর আগে পুরুষদের স্টিপলচেজে ৩ হাজার মিটারো সোনা জিতেছিলেন অবিনাশ সাবলে। চলতি বছর এশিয়ান অ্যাথলেটিক্সো সোনা জিতেছিলেন মিরাটের মেয়ে পারুল।

সোনা জেতার পর সহজসরল হাসিমুখে পারুল জানালেন, " আমাদের উত্তরপ্রদেশ পুলিশ এমন যেখানে কেউ আন্তর্জাতিক মঞ্চে সোনা জিতলে ডিএসপি (Deputy superintendent of police) পদে প্রমোশন দেয়। ট্র্যাকে দৌড়নোর আগে এটাই আমার মাথায় ছিল।

এদিকে, পুুরুষদের ৮০০ মিটার দৌড়ে রুপো জিতলেন ভারতের মহম্মদ আফসল। ট্রিপল জাম্পে ব্রোঞ্জ জিতলেন প্রবীণ ছিতারাভেল। আরও পড়ুন-চোট পেয়ে ছিটকে গেলেন নীরজের পাক চ্যালেঞ্জার আরশাদ নাদিম 

দেখুন ছবিতে

এদিকে, এদিন তীরন্দাজিতে একটি সোনা নিশ্চিত হয়েছে। কারণ তীরন্দাজির কম্পাউন্ড বিভাগে দুই ভারতীয় ফাইনালে খেলবেন। তীরন্দাজিতে সোনা-রুপোর লক্ষ্যে শনিবার কম্পাউন্ড ফাইনালে মুখোমুখি অভিষেক ভর্মা এবং ওজস দেওতালে। সেই ফাইনালে যেই জিতুন সোনা ভারতের ঘরেই আসছে।

বাংলাকে বিশ্ব মঞ্চে আরও একবার গর্বিত করলেন সৌরভ। সৌরভ গাঙ্গুলির মতই সৌরভ ঘোষালও বাংলাকে গর্বিত করলেন। টানা পাঁচটা এশিয়ান গেমসে পদক জেতার নজির গড়লেন বাংলার তারকা স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষাল। মঙ্গলবার পুরুষদের স্কোয়াশের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে জাপানের সুকে রাইউনোসুকে-কে ৩-০ হারিয়ে পদক জয় নিশ্চিত করলেন কলকাতার ৩৭ বছরের তারকা সৌরভ।