Sharath Kamal. (Photo Credits:X)

মহিলাদের শ্য়ুটিংয়ে মানু ভাকরের ঐতিহাসিক পদক জয়ের মাঝে টেবিল টেনিস থেকে খারাপ খবর। অপ্রত্য়াশিতভাবে টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসে শুরুতেই হেরে গেলেন ভারতের পাঁচবারের অলিম্পিয়ান তারকা শরৎ কমল (Sharath Kamal)। তাঁর থেকে বিশ্ব ব়্য়াঙ্কিংয়ে ৮৬ নম্বর পিছিয়ে থাকা স্লোভেনিয়ার খেলোয়াড়ের কাছে ৪২ বছরের শরত হারলেন ২-৪। প্রথম রাউন্ডে (Round of 64) শরতের খেলার ফল দাঁড়ায় ১২-১০, ৯-১১, ৬-১১, ৭-১১, ১১-৮, ১০-১২। ৫৩ মিনিট ধরে চলা ম্যাচে চলতি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকাবাহক বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ৪০তম স্থানে থাকা শরৎ কমল হতাশ করলেন। তবে শরৎ কমল হারলেও দেশের দুই মহিলা টিটি খেলোয়াড় তাদের সিঙ্গলস ম্যাচে জিতলেন। প্রি কোয়ার্টার ফাইনালে শ্রীজা আকুলা ৪-০ হারালেন সুইডেনের ক্রিশ্চিনা কালবার্গকে। প্রথম রাউন্ডের বাধা টপকালেন মনিকা বাত্রাও। মনিকা ১১-৮, ১২-১০, ১১-৯, ৯-১১, ১১-৫ হারালেন গ্রেট ব্রিটেনের আনা হুর্সে-কে।

এদিকে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সাঁতারে শেষ হয়ে গেল ভারতের চ্যালেঞ্জ। এবার প্যারিস অলিম্পিকে সাঁতারে দু জন ভারতীয় খেলার য়োগ্যতাঅর্জন করেছিলেন। পুরুষদের ১০ মিটার ব্যাকস্ট্রোকে শ্রী হরি নটরাজ হিটে ৩৩ নম্বরে শেষ করে শুরুতেই বিদায় নেন। অন্যদিকে, মহিলাদের ২০০ মিটার ফ্রি স্টাইলের হিটে ২৩ নম্বরে শেষ করে শুরুতেই বিদায় নেন কর্ণাটকের ১৪ বছরের সাঁতারু ধিন্দি দেসিংহু।

এদিকে, মানু ভাকরের ব্রোঞ্জে জয় দারুণ খুশির খবরের মাঝে শ্য়ুটিং রেঞ্জ থেকে ভারতীয়দের জন্য আরও ভাল খবর আছে। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ফাইনালে উঠেছেন রামিতা জিন্দাল। এরপর চলতি গেমসে ভারতের প্রথম পুরুষ শ্য়ুটার হিসেবে ফাইনালে উঠেছেন অর্জুন বাবুতা। ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশনে ৭ নম্বরে শেষ করে ফাইনালে ওঠেন অর্জুন।