প্যারিস, ২ অগাস্ট: এবারও অলিম্পিকে (Paris Olympics 2024) জুডোয় ভারতের মানরক্ষা হল না। প্যারিস গেমসে জুডোয় ভারতের একমাত্র প্রতিনিধি তুলিকা মান শুরুতেই হেরে বিদায় নিল। মহিলাদের ৭৮+ কেজি বিভাগে প্রাক্তন অলিম্পিক সোনা জয়ী ও বিশ্বচ্যাম্পিয়ন কিউবার জুডোকা ইদালিস ওরিতেজের কাছে তুলিকা হারলেন। জাপানের দাপট দেখানো এই খেলায় ভারতীয় জুডোকার বেশ কিছু বছর আন্তর্জাতিক স্তরে ভাল পারফরম্যান্স মেলে ধরছেন। তবে অলিম্পিকে তেন কিছুই করতে পারছেন না ভারতীয়রা জুডোকারা।
গত টোকিও অলিম্পিকে ভারতের মাত্র একজন জুডোকা খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছিলেন। টোকিওয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে জুডোয় সুশীলা লিকমাবাম তুলিকার মতই প্রথম রাউন্ডে হেরেছিলেন। সাঁতার, টেনিসের পর জুডোয় আর কোনও ভারতীয় পদকের লড়াইয়ে থাকলেন না।
দেখুন খবরটি
🇨🇺 via Ippon in Round of 32 bout of Women +78 kg category. pic.twitter.com/XniY0jl2qy
— SPORTS ARENA🇮🇳 (@SportsArena1234) August 2, 2024
এদিকে, তিরন্দাজিতে মিক্সড টিম ইভেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। ভারতীয় সময় পৌঁনে ৬টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতীয় তিরন্দাজি দল খেলবে স্পেনের বিরুদ্ধে। যে স্পেন দল প্রি কোয়ার্টারে হারিয়েছে শক্তিশালী চিনকে। ভারতীয় মিক্সড টিম তিরন্দাজি দল প্রি কোয়ার্টারে হারায় ইন্দোনেশিয়া-কে।