শুক্রবার প্যারিস প্যারালিম্পিক্সের (Paris Paralympics 2024) দ্বিতীয় দিনটা ভারতের জন্য স্মরণীয় হয়ে থাকছে। এখনই প্যারিস অলিম্পিক্স থেকে ভারতীয় প্যারা অ্য়াথলিটরা ১টি সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ জিতে ফেলেছে। তার মধ্যে শ্যুটিং থেকে একটি সোনা, একটি রুপো ও একটি ব্রোঞ্জ এসেছে। আর প্রথমবার ট্র্যাক থেকে এল পদক। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে অবনী লেখারা-রা ঐতিহাসিক সোনা জয়ের পর এবার পুরুষদের একই বিভাগে পদক জিতল ভারত। প্যারা শ্যুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপো জিতলেন মণীশ নারওয়াল ( Manish Narwal )।
ফাইনালে একটা সময় ৬ নম্বর থেকে শেষের দিকে অবিশ্বাস্য কিছু লক্ষ্যভেদ করে রুপো জিতেলন মণীশ। টোকিও প্যারিলিম্পিক্সে মণীশ একটি সোনা ও একটি ব্রোঞ্জ জিতে ছিলেন। ক দিন আগে গ্রীষ্মকালীন অলিম্পিকে মানু ভাকের, স্বপ্নিল কুশালা সহ ভারতীয় শ্যুটাররা দারুণ পারফরম্যান্স করেছিলেন। এবার দেশের শ্য়ুটারদের সাফল্যের ধারা প্যারালিম্পিক্সেও বজায় থাকল। আরও পড়ুন-নীরজের আক্ষেপ মুছে টানা দুটো প্যারিলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস অবনী লেখারার
দেখুন প্যারা শ্যুটিংয়ে রুপো জয়ের পর পোডিয়ামে ভারতের মণীশ নারওয়াল
Narwal joins the clan! 🙌
Manish Narwal bags 🥈 in the men's 10m air pistol SH1 event at the Paris 2024 Paralympics. 🌟#Paralympics | #Paris2024 pic.twitter.com/XnLKpb3d1S
— Olympic Khel (@OlympicKhel) August 30, 2024
এর আগে মহিলাদের প্যারা অ্যাথলিটের ১০০ মিটার T35 বিভাগের দৌড়ের ইভেন্টে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন ভারতের প্রীতি পাল। প্রীত প্রথম ভারতীয় হিসেবে প্যারালিম্পিক্সে ট্র্যাক থেকে প্রথম পদক জেতার কৃতিত্ব অর্জন করলেন। এটি ছিল চলতি প্যারালিম্পিক্সে ভারতের তৃতীয় পদক। চলতি প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের প্রথম দুটি পদক জেতেন অবনী লেখারা ও মোনা আগরওয়াল (Mona Agarwal) । শুক্রবার প্যারিস প্যারালিম্পিকস ২০২৪ (Paris Paralympics 2024)-এ মহিলাদের ১০ মিটার শ্যুটিংয়ের SH1 বিভাগে সোনা জেতেনে অবনী (২৪৯.৭ পয়েন্ট),ও ব্রোঞ্জ জেতেন মোনা (২২৮.৭ পয়েন্ট)।