বুধবার বিশ্বকাপ খেলতে ভারতে এসে পৌঁছনোর কথা পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু এখনও ভারতে আসার ভিসা পেলেন না বাবর আজমরা। শুক্রবার বাবর আজমরা বিশ্বকাপের জন্য আইসিসি-র আয়োজনে অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে হায়দরাবাদে নামার কথা নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু এখনও ভারতে আসার ভিসা জট কাটছে না পাকিস্তান দল। এখনও কেন বাবর আজমরা ভারতে আসার ভিসা পেলেন না, তা নিয়ে দু পক্ষের যুক্তি দু রকম।
এই ইস্যুতে ভারতের বক্তব্য, পাক ক্রিকেট বোর্ড এখনও অনেক নথি জমা না দেওয়ায় ভিসা ইস্যু করা যাচ্ছে না। পিসিবি-র এক কর্তার দাবি ভারত ইচ্ছাকৃতভাবে বাবর আজমদের ভিসা নিয়ে জটিলতা তৈরি করে মানসিক চাপ তৈরি করতে চাইছে। আরও পড়ুন-বিশ্বকাপের আগে পুলিশের সাজা বাবর আজমকে, যে কারণে পাক অধিনায়কের জরিমানা হল
দেখুন
Pakistan team is yet to get Visas to travel to India for the World Cup 2023. (To ESPNcricinfo) pic.twitter.com/7n1fyV6RGd
— CricketMAN2 (@ImTanujSingh) September 25, 2023
প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর হায়দারবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ২০২৩-এর অভিযান শুরু করবে আবর আজমের দল।