আবুধাবি, ২ নভেম্বর: নামিবিয়া (Namibia) কে উড়িয়ে চলতি টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2021) টানা চারটে ম্যাচে জিতে সেমিফাইনালে উঠল পাকিস্তান (Pakistan)। ভারত, নিউ জিল্যান্ড, আফগানিস্তানের পর বাবর আজমরা হারালেন নামিবিয়াকে। মঙ্গলবার আবুধাবিতে নামিবিয়াকে ৪৫ রানে হারাল পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ২ উইকেটে ১৮৯ রান। উইকেটকিপার-ওপেনার মহম্মদ রিজওয়ান ৫০ বলে ৭৯ রানের দুরন্ত অপরাজিত ইনিংস খেলেন। অধিনায়ক বাবর আজম করেন ৪৯ বলে ৭০ রান।
ওপেনিং পার্টানরশিপে পাকিস্তানের বাবর-রিজওয়ান জুটি করেছিল ১১৩ রান। জবাবে ব্যাট করতে নেমে নামিবিয়া কখনই সেভাবে জয়ের লক্ষ্যে ছিল না। তবে নবাগত দেশ হিসেবে একেবারে পাকিস্তানের মত শক্তিশালী বোলিংয়ের সামনে একেবারে খারাপ ব্যাটিং করেনি নামিবিয়া। আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৮৪ রানে অল আউট বাংলাদেশ
সুপার ১২-তে বি গ্রুপ থেকে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা নিশ্চিত হল। বাকি থাকল আর একটা স্লট। ভারত এখনও পয়েন্ট টেবিলে খাতা না খুললেও বিরাটদের আগামী তিন ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান, নামিবিয়া, স্কটল্যান্ড। ফলে বিরাটরা সর্বোচ্চ ৬ পয়েন্টে পৌঁছতে পারেন। আগামিকাল, বুধবার দুবাইয়ে নিউ জিল্যান্ড নামছে স্কটল্যান্ডের বিরুদ্ধে, আবুধাবিতে ভারত খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে।