PAK vs SA Lahore Test: পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে লাহোরে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলার পর বেশ উত্তেজক জায়গায় দাঁড়িয়ে। সিরিজের প্রথম টেস্টে জিততে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার আর চাই ২২৬ রান, পাকিস্তানের দরকার আর ৮টি উইকেট। পিচ, পরিস্থিতির বিচারে পাকিস্তান এগিয়ে থাকলেও জিততে পারে যে কেউ। দীর্ঘ ২১ মাস পর টেস্ট হারের মুখে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা শেষবার টেস্টে হেরেছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে নিউ জিল্য়ান্ড। এরপর থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সহ টানা ১০টি টেস্টে জিতেছে দক্ষিণ আফ্রিকা। লাহোরে প্রথম ইনিংসে ১০৯ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে পাকিস্তান মাত্র ১৬৭ রানে অল আউট হয়ে যায়। এরপর টেস্টে জয়ের জন্য চতুর্থ ইনিংসে ২৭৭ রান করতে হবে এমন শর্তে ব্যাট করতে নেমে আইডেন মার্করামদের তৃতীয় দিনের শেষে স্কোর ২ উইকেটে ৫১ রান। ক্রিজে আছেন রায়ান রিকেলটন (২৯) ও টনি দে জোরজি (১৬)।
লাহোরে মাতাচ্ছেন দুই দলের দুই স্পিনার০নোমান আলি ও সেনুরান মুথুস্বামী
এদিন পাকিস্তানের স্পিনার নোমান আলির বলে আউট হয়ে গিয়েছেন অধিনায়ক মার্করাম (৩) ও তিন নম্বরে নামা উইয়ান মুলদের (০)। লাহোরের পিচে বল বেশ ঘুরছে। এমন অবস্থায় প্রোটিয়াদের কাজটা মোটেও সহজ হবে না। প্রথম ইনিংসে পাক স্পিনার নোমান আলির ১১২ রানের ৬ উইকেটের ঘূর্ণি স্পেলে মুখথুবড়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা ২৬৯ রানে অল আউট হয়ে গেল। দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে নোমান আলি ২০ রান দিয়ে দুটি উইকেট।
উত্তেজক জায়গায় লাহোর টেস্ট
🇵🇰#PAKvSA🇿🇦 1st Test, Day 3
The first Test between Pakistan and South Africa was set for a thrilling conclusion after rival spinners Noman Ali and Senuran Muthusamy wrought destruction on day three in Lahore on Tuesday.https://t.co/1PGEPfkKGE pic.twitter.com/Xbi6e6tpUr
— Cricket World (@Cricket_World) October 14, 2025
দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৭ রানে অল আউট হয় পাকিস্তান
পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে বেশ খারাপ ব্য়াটিং করে। ইমাম উল হক (০), শান মাসুদ (৭), মহম্মদ রিজওয়ান (৪)-রা প্রথম ইনিংসে দারুণ খেললেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন। সেট হয়ে আউট হয়ে আসেন বাবর আজম (৪২), আব্দুল শফিক (৪১), সৌদ সাকিল (৩৪)-রা। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর এদিন দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুস্বামী ৫৭ রান দিয়ে ৫টি উইকেট নেন। একটা টেস্টের দুটি ইনিংসেই পাঁচ উইকেট শিকারের দারুণ মাইলস্টোন গড়লেন মুথুস্বামী।