Pakistan Cricket Team. (Photo Credits:X)

PAK vs SA Lahore Test: পাঁচদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজের প্রথম দিনটা মন্দ গেল না পাকিস্তানের। অথচ ১৯৯ রানের মধ্য়ে অর্ধেক ইনিংস গুটিয়ে গিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিলেন শান মাসুদরা। তবে ষষ্ঠ উইকেটে মহম্মদ রিজওয়ান ও সলমন আঘার মধ্যে দুরন্ত অবিচ্ছিন্ন পার্টনারশিপে মান বাঁচল পাকিস্তানের। লাহোরে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ৩১৩ রান। রিজওয়ান অপরাজিত ৬২ রানে, সলমন আঘা ক্রিজে আছেন ৬২ রানে। ষষ্ঠ উইকেটে রিজওয়ান আর সলমন এখনও পর্যন্ত যোগ করেছেন ১১৪ রান। এর আগে ওপেনার ইমাম উক হক (৯৩) ও তিন নম্বরে নেমে অধিনায়ক শান মাসুদ (৭৬)। কিন্তু ১ উইকেটে ১৬৩ থেকে ৩৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান।

ভাল বল করলেন প্রোটিয়া স্পিনার মুথুস্বামী

দলের ১৯৯ রানে পরপর আউট হন ইমাম উল হক, সাউদ সাকিল (০) ও বাবর আজম (২৩)। দক্ষিণ আফ্রিকার স্পিনার সেনুরান মুথুস্বামী ১০১ রান দিয়ে ২টি উইকেট পান। আগামিকাল, সোমবার লাহোর টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের লক্ষ্য হবে প্রথম ইনিংসের রানটাকে অন্তত ৪৫০ পাড় করা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার লক্ষ্য হবে ৩৫০-৩৭৫এর মধ্যে শান মাসুদদের প্রথম ইনিংসে গুটিয়ে ফেলা। তেম্বা বাভুমার চোট থাকায় পাকিস্তানে আসেননি। বাভুমার পরিবর্তে চলতি টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন আইডেন মার্করাম।

লাহোর টেস্টে প্রথম দিনের শেষে স্কোরবোর্ড

পাকিস্তানে দুটি টেস্ট, তিনটি টি-২০ ও তিনটি ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা

পাকিস্তান সফরে দক্ষিণ আফ্রিকা দুটি টেস্ট খেলবে। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭-এর অন্তর্গত। দুই টেস্টের সিরিজের পর পাকিস্তানে তিনটি টি টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে প্রোটিয়ারা।