ম্যানচেস্টার, ১৬ জুন: আরও একবার বিশ্বকাপে (ICC World Cup 2019) পাকিস্তান (Pakistan) কে হারিয়ে দিল ভারত (India)। বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের বিরুদ্ধে 'সাতে সাত'-জয়টা একেবারে পিকচার পারফেক্ট হল। ম্যানচেস্টারে পাকিস্তানকে সব বিভাগে পর্যদুস্ত করে ডিএল পদ্ধতিতে ভারত জিতল ৮৯ রানে। বিরাট কোহলদিরে সামনে সরফরাজ আহমেদদের একেবারে নিম্নস্তরের দল লাগল।
৩৩৬ রান তাড়া করতে নেমে, পাকিস্তানকে ৪০ ওভারে করতে হত ৩০২ রান, সেখানে ২১২ রান করল পাকিস্তান। দু বার বৃষ্টিতে ম্যাচ স্থগিত হলেও, ভারতের দারুণ পারফরম্যান্সে জল পড়ল না। ডিএল পদ্ধতিতে টিম ইন্ডিয়া জিতল ৮৯ রানে।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নিশ্চিত জয়ের মাঝে দাঁড়িয়ে বৃষ্টি। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের ৩৩৬ রান তাড়া করতে নেমে, পাকিস্তানের স্কোর যখন ৩৫ ওভারে ৬ উইকেটে ১৬৬ তখন বৃষ্টির কারণে থেমে যায় ম্য়াচ। পাকিস্তানকে জিততে হলে তখন করতে হবে ১৫ ওভারে ১৭১ রান, হাতে মাত্র ৪ উইকেট। এরপর বৃষ্টি থামলে পাকিস্তানের জন্য ডিএল পদ্ধতিতে ৪০ ওভারে পাকিস্তানের কাছে সংশোধিত টার্গেট ছিল ৩০১ রান। মানে জয়ের জন্য ৪ ওভারে প্রয়োজন ছিল ৯৪ রান। নিয়মরক্ষার শেষ চার ওভারের শেষে ভারত জিতল ৮৯ রান। চারটি ম্যাচ খেলে ভারত ৭ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল। সেমিফাইনালে ওঠা কার্যত নিশ্চিত টিম ইন্ডিয়ার। কারণ টিম ইন্ডিয়ার খাতায় কলমে সবচেয়ে চারটে ম্যাচ খেলা হয়ে গিয়ে্ছে। ভারতের এখন সামনের প্রতিপক্ষরা হল-আফগানিস্তান, শ্রীলঙ্করা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের মত দলগুলি। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি ভারতকে জয়ের জন্য ইতিমধ্যেই অভিনন্দন জানিয়ে দিয়েছেন। আরও পড়ুন- ICC World Cup 2019: আজ ভারত-পাক মহারণ, কোহলিদের কী পরামর্শ দিলেন সৌরভ?
Congratulations to @BCCI on a well deserved win today. The standard of cricket being played has been exceptionally high & credit goes to IPL for not only helping identify & harness talent, but also in equipping younger players with pressure handling techniques #CWC19 #PAKVIND https://t.co/MfiwQxwjrK
— Shahid Afridi (@SAfridiOfficial) June 16, 2019
ভারতের ৩৩৬ রানের করা বিরাট টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান কখনই ভাল জায়গায় ছিল না। বিজয় শঙ্করের বলে ওপেনার ইমাম উল হক (৭) আউটের পর ফকহর জামান-বাবর আজম তৃতীয় উইকেটে ১০৪ রানের পার্টনারশিপ খেলে লড়ার চেষ্টা করছিলেন। কিন্তু বাবর আজম (৪৮),তারপর ফকহর জামান (৬২) -মোক্ষম সময়ে আউট করে পাকিস্তানকে আসল ধাক্কাটা দেন কুলদীপ যাদব। কুলদীপের কাছে পাওয়া সেই জোড়া ধাক্কা পাকিস্তান আর কাটিয়ে উঠতে পারেনি। ১ উইকেটে ১১৭ থেকে পাকিস্তান ৫ উইকেটে ১২৯ হয়ে যায়। ১২ রানের মধ্যে পাকিস্তান হারায় গুরুত্বপূর্ণ ৪টি উইকেট। হার্দিক পান্ডিয়াসর বলে শূন্য রানে আউট হন শোয়েব মালিক। বিজয় শঙ্করের বলে ব্যক্তিগত ১২ রানে বোল্ড হয়ে যান পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। ইমাম ওয়াসিম (২২), শাদাব (১) খান যখন ক্রিজে তখনই নামে বৃষ্টি।
বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সাতে সাত জয়ের হিরো হলেন রোহিত শর্মা। দুরন্ত ১৪১ রানের ইনিংস খেলে রোহিতই পাক বধের নায়ক। সঙ্গে ৭৭ রানের চোখধাঁধানো ইনিংস খেলে মন ভরিয়ে দিলেন বিরাট কোহলি।