টোকিও, ২৭ জুলাই: টোকিও অলিম্পিকে ( Tokyo Olympics 2020) চতুর্থ দিনটা যেন তারাখসার কাহিনি। চোটের কারণে মহিলাদের আর্টিস্টিক জিমনাস্টিকের দলগত ফাইনালের আগে ছিটকে গেলেন মার্কিন মহাতারকা সিমোনে বাইলস (Simone Biles)। রিও অলিম্পিকে চারটি সোনা, একটি ব্রোঞ্জ জয়ী বাইলসে টোকিও গেমসে গতকাল একেবারেই ছন্দে দেখাচ্ছিল না। উসেইন বোল্ট, মাইকেল ফেল্পসেরা এবারের টোকিও গেমসে নেই। বাইলসই এবারের অলিম্পিকে সবচেয়ে বড় মহাতারাকা।
আজ জানা গেল, কাল তিনি চোট নিয়েই খেলেছিলেন। আর্টিস্টিক জিমনাস্টিকে সামান্য চোট থাকলেও খেলা মুশকিল হয়ে দাঁড়ায়।
#Olympic champion Simone Biles out of #Tokyo2020 team finals with apparent injury.
— AP Sports (@AP_Sports) July 27, 2021
আজ বাইলস নামতে পারলেন না দলগত ইভেন্টে। ব্যক্তিগত ইভেন্টে তিনি নামতে পারেন কি না সেটাই দেখার। চলতি গেমসে সর্বকালের সর্বাধিক অলিম্পিক সোনা জয়ের হাতছানি আছে বাইলসের কাছে।
Breaking: Olympic gymnastics champion Simone Biles is out of the women's team finals with an apparent injury. https://t.co/9s6nkfyA7u pic.twitter.com/bXxu8UTGk2
— SportsCenter (@SportsCenter) July 27, 2021
গত অলিম্পিকে ২৪ বছরের এই মার্কিন মহাতারকা জিমন্যাস্ট দলগত, অল-রাউন্ড, ভোল্চ, ফ্লোর এক্সাসাইজ বিভাগে সোনা জিতেছিলেন। দলগত ব্যালেন্স বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন বাইলস।
চলতি অলিম্পিকে (Tokyo Olympics 2020) জাপানীদের আশার মশল নিভল। মহিলাদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে হেরে বিদায় নিলেন জাপানের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ী নাওমি ওসাকা (Naomi Osaka)। এই ওসাকাই এবারের অলিম্পিকের মশাল জ্বালিয়ে উদ্বোধন করেছিলেন। জাপানে বড় ক্রীড়াবিদের অভাব নেই। অলিম্পিকের ইতিহাসে বহু পদক জিতেছে জাপান। কিন্তু ওসাকার গ্র্যান্ডস্ল্যাম জয়টাকে জাপান মনে করে সবচেয়ে বড় সম্মানের। তাই ওসাকার হাত দিয়েই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের অলিম্পিক মশাল জ্বালিয়েছিল সূর্যোদয়ের দেশ।
সেই নাওমি ওসাকা আজ মঙ্গলবার তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে হারলেন চেক প্রাজতন্ত্রের মারকেটা ভোনদ্রোউসোভার বিরুদ্ধে। ওসাকা হারেন ১-৬,৪-৬-এ। গতকাল মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাসলে বার্টি হেরে গিয়েছিলেন।