আগামী বছর প্যারিস অলিম্পিক্সে খেলা নিশ্চিত হল দেশের তারকা শুটার মানু ভাকেরের (Manu Bhaker)। শনিবার কোরিয়ার ছাংওনে আয়োজিত এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ২৫ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে পঞ্চম স্থান পেয়ে অলিম্পিকের কোটা নিশ্চিত করলেন দেশের এক নম্বর মহিলা শ্য়ুটার মানু। অলিম্পিকের টিকিট নিশ্চিত হলেও অবশ্য এবার এশিয়ান চ্যাম্পিয়নশিপ একটুর জন্য পদক হাতছাড়া হল তাঁর। এর আগে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছেন বাংলার তারকা শুটার মেহুলি ঘোষ।
ভাওনেশ মেনদিরাত্তা (পুরুষদের ট্র্যাপ), রুদ্রাক্ষ প্যাটেল (১০ মিটার এয়ার রাইফল), স্বপ্নিল কুসালে (৫০ মিটার রাইফেল থ্রি), অখিল সিওরান (৫০ মিটার রাইফেল থ্রি), মেহলু ঘোষ (মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল), সিফট কৌর সামরা (মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন), রাজেশ্বরী কুমারী (মহিলাদের ট্রাপ)-রা আগেই প্যারিস অলিম্পিক্সে যোগ্যতাঅর্জন করেছেন।
দেখুন এক্স
Olympian and one of #India’s most successful contemporary shooters #ManuBhaker, secured India’s 11th Paris 2024 #Olympics quota place in Shooting, finishing fifth in women’s 25m Pistol at on-going 15th Asian Shooting Championship in Changwon, Korea. pic.twitter.com/LrDO8iiATK
— IANS (@ians_india) October 28, 2023
পুরষ ও মহিলাদের মিলিয়ে প্যারিস অলিম্পিক্স আপাতত ১১টি কোটা নিশ্চিত করেছেন ভারতীয়রা। তাদের মধ্যে সাতটি কোটা এসেছে রাইফেল বিভাগে ও দুটি করে শটগানও পিস্তল বিভাগে। ২০০৪ এথেন্সে অলিম্পিক্সে ডবল ট্রাপ শ্যুটিংয়ে রুপো জিতেছিলেন রাজ্যবর্ধন সিং রাঠোর।
এরপর ২০০৮ বেজিং অলিম্পিক্সে দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত বিভাগে সোনা জেতেন শ্যুটার অভিনব বিন্দ্রা। ২০১২ লন্ডন অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে রুপো জেতেন বিজয় কুমার ও ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তলে ব্রোঞ্জ পান গগন নারাং।
টানা তিনটি অলিম্পিক্সে পদক জেতার পর ২০১৬ রিও এবং ২০২০ টোকিও অলিম্পিক্সে শ্যুটিংয়ে কোনও পদক জেতেনি ভারত। মহিলাদের শ্যুটিংয়ে বিশ্ব মঞ্চে দারুণ করলেও, অলিম্পিকে এখনও পদক অধরা। এবার প্য়ারিসে মানু ভাখেরের দিকে তাকিয়ে থাকবে দেশ।