Novak Djokovic. (Photo Credits: Twitter)

বিশ্বের প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ের নজির গড়লেন সার্বিয়ার কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic)। রবিবার পুরুষদের সিঙ্গলসের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে স্ট্রেট সেটে ৭-৬, ৬-৩, ৭-৫ হারিয়ে তাঁর তৃতীয় ফরাসি ওপেনের খেতাব জিতলেন জকোভিচ। রাফায়েল নাদালের ইতিহাস গড়া লাল সুড়কির কোর্টেই রাফাকে টপকে সর্বাধিকবার গ্র্য়ান্ডস্লামের খেতাব জিতলেন সার্বিয়ান কিংবদন্তি। সেই সঙ্গে দুনিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ডস্লাম অন্তত তিনবার জেতার নজির গড়লেন জকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেনের পর ফরাসি ওপেন, বছরের দুটো গ্র্য়ান্ডাস্লামই জিতলেন জকোভিচ।

এবার ক দিন পরেই টেনিস বিশ্বের আদরের জোকার নামবেন তাঁর অত্যন্ত পছন্দের ঘাসের কোর্টের ঐতিহ্যের উইম্বলডনে। চলতি ফরাসি ওপেনে মাত্র দুটো সেটে হারেন জকোভিচ। চোটের কারণে নাদাল না থাকলেও ছিলেন আলকারাস, খাচানভ, মেদভেদেভ, জেভরেভ, রুডের মত তারকা তরুণরা। কিন্তু ৩৬ বছরের জকোভিচ ফিটনেস, থেকে স্কিল সবেতেই ছাপিয়ে গেলেন। আরও পড়ুন-ওভালে লজ্জার হারের পর তিন ম্যাচের ফাইনালের দাবি রোহিত শর্মার

মোট গ্র্যান্ডস্য়াম জয়ের বিষয়ে তিনিই পুরুষদের মধ্যে সর্বাধিক। এমনকী জকোভিচ ধরে ফেললেন সেরেনা উইলিয়ামস (২৩টি)-র সর্বাধিক গ্র্য়ান্ডস্লাম জয়ের রেকর্ডকেও। জকোভিচের আগে এখন শুধু মার্কিন প্রাক্তন মহিলা কিংবদন্তি মার্গারেট কোর্ট (২৪টি)।

দেখুন ভিডিয়ো

২০২৩ সালটা শুরু হয়েছিল নাদালের ২২ ও জকোভিচের ২১টি গ্র্যান্ডস্লাম জয় দিয়ে। বছরের প্রথম দুটো গ্র্যান্ডস্লাম জিতে রাফাকে সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের নজিরকে টপকে গেলেন জকোভিচ।

জকোভিচের ২৩টি গ্র্যান্ডস্লাম এক নজরে

১) অস্ট্রেলিয়ান ওপেন (১০টি): ২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০, ২০২১, ২০২৩

২) উইম্বলডন (৭টি) : ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯, ২০২১, ২০২২

৩) ইউএস ওপেন (৩টি): ২০১১, ২০১৫, ২০১৮

৪) ফরাসি ওপেন (৩টি): ২০১৬, ২০২১, ২০২৩

সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়

মার্গারেট কোর্ট: ২৪টি

সেরেনা উইলিয়ামস: ২৩টি (সিঙ্গলস)

নোভাক জকোভিচ: ২৩টি

রাফায়েল নাদাল: ২২টি

রজার ফেডেরার: ২০টি