লন্ডন, ১১ জুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার হার ভারতের। আইসিসি টুর্নামেন্টে মোক্ষম সময়ে টিম ইন্ডিয়ার হারের ধারা অব্যাহত থাকল। ওভালে ফাইনালে অজিদের কাছে ২০৯ রানে হারের পর অধিনায়ক রোহিত শর্মা বললেন, "গত দু বছর ধরে অনেক পরিশ্রমের পর আমরা ফাইনালে উঠেছিলাম। কিন্তু মাত্র একটা ম্যাচেই ফাইনালে খেতাবের ফয়সালা হল। আমি চাইব ফাইনাল তিন ম্যাচের হোক। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ফাইনাল তিন ম্যাচের করা হলে সেটাই চ্যাম্পিয়ন নির্ধারনে একেবারে ঠিক হবে।"
সিরিজ জেতার থেকে চ্যাম্পিয়নশিপ জেতা অনেক বেশী গুরুত্বপূর্ণ সেটা স্বীকার করে নিলেন রোহিত শর্মা। প্রসঙ্গত, ২০১৭, ২০১৯, ২০২১ ও ২০২৩ পরপর চারটি বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলেও তারাই টেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপ হল। ওভালে ফাইনালে হার নিয়ে রোহিত সাফ বললেন, " প্রথম ইনিংসে আমরা মোটেও ভাল ব্যাট করিনি। সেটা বড় ফারাক গড়ে দিল। আমরকা টার্গেটে পৌঁছনোর চেষ্টা করেছিলাম, তবে আমরা খারাপ শট খেলি।"টিম ইন্ডিয়ার টেস্ট দলে নতুন মুখের কথাও বললেন রোহিত। টিম ইন্ডিয়ার অধিনায়ক বললেন,ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েকজন ভাল খেলছে। আমাদের ফোকাস হবে সঠিক ক্রিকেটারকে খোঁজা।"
ফাইনালে হারের পর সৌরভ গাঙ্গুলির সঙ্গে টিভি সাক্ষাতকারে টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় বললেন, " গতকাল আমাদের বেশ কিছু শট নির্বাচন আমাদের ডুবিয়েছে। তবে এটাও ঠিক এই পিচে ৪৬৯ রান হজম করার মত নয়।" তার মানে হারের পিছনে বোলারদেরই দুষলেন দ্রাবিড়। আরও পড়ুন-ফের ফাইনালে লজ্জার হার, আইপিএলের দেশে আইসিসি ট্রফির আকাল! আরও একবার নক আউটে হার টিম ইন্ডিয়ার
দেখুন টুইট
Rohit said "I would like to have 3 matches in the final after 2 years of hard work but we need to look at the window as well, if there are 3 tests for the final in the next cycle, it will be ideal". pic.twitter.com/dk1I7kgyBZ
— Johns. (@CricCrazyJohns) June 11, 2023
হার নিয়ে ভারতীয় দলকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাসকর। ওভালে দাঁড়িয়ে গাভাসকর বললেন, " এবার আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওদের ২-০, ৩-০ হারাব। কিন্তু ওইসব জয়ে কিছু এসে যায় না। কারণ ওরা এখন একেবারে দুর্বল দল। আসল হল অস্ট্রেলিয়া। আসল হল আইসিসি ট্রফি। সেখানে আমরা বারবার ব্যর্থ হচ্ছি। দিনের শেষে আমাদের ব্যর্থতার পাল্লাই ভারী।"