আরও একবার আইসিসি টুর্নামেন্টে খালি হাতে ফিরতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। রবিবার ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে হারল ভারত। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সব বিভাগেই টিম ইন্ডিয়াকে গুঁড়িয়ে প্রথম দেশ হিসেবে প্রতিটি আইসিসি ট্রফি জেতার নজির গড়ল অস্ট্রেলিয়া। দু বছর আগে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিনয়নশিপের ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিল টিম ইন্ডিয়া। সেবার ভারতের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি, আর এবার রোহিত শর্মা। তখন ভারতের কোচ ছিলেন রবি শাস্ত্রী, আর এখন রাহুল দ্রাবিড়। কোহলি থেকে শর্মারা নেতৃত্বে আসেন, শাস্ত্রীয় শিক্ষা থেকে কোচিংয়ে দ্রাবিড়ীয় সভ্যতা ফেরে। তবু ভারতীয় ক্রিরকেট রয়ে যায় সেই অন্ধকারে।

দ্বিপাক্ষিক সিরিজের পরিধি ছাড়িয়ে আইসিসি ট্রফির আসল মঞ্চে বারবার মুখথুবড়ে পড়ে ভারতীয় দল। ২০১৪ টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল থেকে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। নক আউট বারবার টিম ইন্ডিয়ার শুধু হার আর হার। আইপিএলের দেশ আসলে আইসিসি টুর্নামেন্টে বিপিএল তালিকাতেই। গত ৯ বছরে টিম ইন্ডিয়া মোট সাতটি আইসিসি টুর্নামেন্টের নক আউটে হারে। কিছুতেই নক আউটে জিততে পারছে না ভারত।

কিন্তু এমনটা বারবার কেন হচ্ছে? মোটা টাকার চুক্তিতে কমেন্ট্রি করা প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা সেই একই কথা বলে চলেছেন। আইপিএলে বুঁদ বিসিসিআই, ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখন মেনেই নিচ্ছেন আইসিসি ট্রফিতে কিছু হওয়ার নয়। এবার দেশের মাটিতে ক মাস পরেই ওয়ানডে বিশ্বকাপ। ২০১১-র পর আবার দেশের মাটিতে বিশ্বকাপ জেতার প্রশ্নে সবচেয়ে বড় ধাঁধা লুকিয়ে এই নক আউটের প্রশ্নেই।

আইসিসি ট্রফিতে গত ৯ বছরে টিম ইন্ডিয়ার নক আউটে হারের খতিয়ান

২০১৪ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হার (প্রতিপক্ষ শ্রীলঙ্কা)

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে হার (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া)

২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হার (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে হার (প্রতিপক্ষ ইংল্যান্ড)

২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার (প্রতিপক্ষ নিউ জিল্যান্ড)

২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হার (প্রতিপক্ষ ইংল্যান্ড)

২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার (প্রতিপক্ষ অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে সব কটা আইসিসি ট্রফি জয়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন: ২০২৩

ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন: ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫

টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন: ২০২১

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন: ২০০৬, ২০০৯