মেলবোর্ন, ২৯জানুয়ারি: অবিশ্বাস্য টেনিস খেলে টানা চারবার অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2023) চ্যাম্পিয়ন হলেন নোভাক জকোভিচ (Novak Djokoviuc)। রবিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে গ্রিসের স্টেফানোস সিসিপাসকে স্ট্রেট সেটে হারিয়ে দশম অস্ট্রেলিয়ান খেতাব জিতলেন সার্বিয়ার মহাতারকা। রড লেভার এরিনায় রবিবার জকোভিচ জিতলেন ৬-৩, ৭-৬, ৭-৬। ২০১৯,২০২০,২০২১- পর জকোভিচ ২০২৩-এর অস্ট্রেলিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হলেন।
গত বছর ২০২২ অস্ট্রেলিয়ান ওপেনে করোনা টিকা না নেওয়ায় জকোভিচকে খেলতে না দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই অপমানের জবাবটা ট্রফি জিতে নিলেন জকোভিচ। বছরের প্রথম গ্র্যান্ডস্লামে জিতে এটিপি ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ফিরে এলেন জকোভিচ। লাল সুঁড়কির ফরাসি ওপেনে যদি নাদাল চিরকালীন সিংহাসনে থাকেন, তাহলে হার্ড কোর্টের অজি ওপেনে তেমন সিংহাসনটা পেয়ে গেলেন জকোভিচ। আরও পড়ুন-দেশের নেতৃত্বে ফিরলেন রশিদ খান
দেখুন জয়ের মুহূর্তের ভিডিয়ো
#AusOpen: 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
Roland-Garros: 🏆🏆
Wimbledon: 🏆🏆🏆🏆🏆🏆🏆
US Open: 🏆🏆🏆
The moment @DjokerNole tied Nadal on 22 GRAND SLAMS!pic.twitter.com/CY95d1OuP1
— Tennis TV (@TennisTV) January 29, 2023
গোটা টুর্নামেন্টে মাত্র একটা সেটে হেরে অস্ট্রেলিয়ান ওপনে টানা ২৮টা ম্যাচ জিতে দশবার এখানে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়লেন জোকার। কেরিয়ারে মোট ২২টা গ্র্যান্ডস্লাম জিতলেন জকোভিচ। ছুঁলেন রাফায়েল নাদালের রেকর্ড। আগেই ফেডেরার (২০)-র রেকর্ডও ভেঙেছেন। ফরাসি ওপেনে রাফায়েল নাদাল (১৪ বার) ছাড়া একটা গ্র্যান্ডস্লাম দশ বা তার বেশীবার জেতার রেকর্ডটা জকোভিচের দখলেই। অস্ট্রেলিয়ায় ২০০৮ সালে প্রথমবার খেতাব জিতেছিলেন সার্বিয়ান তারকা। এরপর ২০১১ থেকে ১৩- অস্ট্রেলিয়ান ওপেনে ট্রফি জয়ের হ্যাটট্রিক গড়েন। তারপর ২০১৪-টা বাদ দিয়ে ২০১৫ ও ২০১৬ অস্ট্রেলিয়ান ওপেনে ফের খেতাব জেতেন।
ট্রফি জিতে কী বললেন জকোভিচ
Beautiful words from Novak to Stef 👏@DjokerNole • @steftsitsipas • #AusOpen • #AO2023 pic.twitter.com/AaHvtuH9HM
— #AusOpen (@AustralianOpen) January 29, 2023
২০১৭ অস্ট্রেলিয়ান ওপেনে চোটের জন্য খেলতে পারেননি। ২০১৮ অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে দক্ষিণ কোরিয়ার ছাং হিউয়েনের কাছে স্ট্রেট সেটে হারেন। সেটাই ক্যঙারুর দেশের গ্র্যান্ডস্লামে শেষবার হার জকোভিচ। গত ৬ বছর ধরে অস্ট্রেলিয়ায় অপরাজিত জকোভিচ।
অস্ট্রেলিয়ান ওপেনে কোন কোন বছর চ্যাম্পিয়ন- ২০২৩, ২০২১, ২০২০, ২০১৯, ২০১৬, ২০১৫,২০১৩, ২০১২,২০১১, ২০০৮ সালে
কোন গ্র্যান্ডস্লামে জকোভিচ কত বার চ্যাম্পিয়ন
অস্ট্রেলিয়ান ওপেন- ১০ বার (২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯-২০২১, ২০২৩)
উইম্বলডন- ৭ বার (২০১১,২০১৪, ২০১৫, ২০১৮, ২০২২, ২০২২)
ইউএস ওপেন- ৩ বার (২০১১, ২০১৫,২০১৮)
ফরাসি ওপেন- ২বার (২০১৬,২০২১)