চার বছরের বিরতির পর ২০২৩-২৪ ঘরোয়া ক্রিকেট মরসুমে দেওধর ট্রফি ফিরেছে। বিজয় হাজারে ট্রফির পর এটি ভারতে অনুষ্ঠিত দ্বিতীয় বড় ঘরোয়া লিস্ট এ টুর্নামেন্ট। আন্তঃআঞ্চলিক ফরম্যাটে অথবা ভারত 'এ', 'বি' ও 'সি' দলে খেলা দেওধর ট্রফিতে দেশের আসন্ন ৫০ ওভারের তারকাদের দেখার সুযোগ রয়েছে। ২০১৪-১৫ মরসুমের পর প্রথমবারের মতো টুর্নামেন্টে ফিরেছে উত্তরাঞ্চল (নর্থ জোন), দক্ষিণাঞ্চল (সাউথ জোন), মধ্যাঞ্চল (সেন্ট্রাল জোন), উত্তর-পূর্বাঞ্চল (নর্থ ইস্ট জোন), পশ্চিমাঞ্চল (ওয়েস্ট জোন) ও পূর্বাঞ্চল (ইস্ট জোন)।
আজ দেওধর ট্রফির ম্যাচে মুখোমুখি উত্তরাঞ্চল(North Zone) ও উত্তর পূর্বাঞ্চল (North East Zone)। ভারতীয় সময় সকাল ৯টায় পন্ডিচেরির গ্রাউন্ড ৩ তে খেলতে নেমেছে তারা। এক ঝলকে দেখে নেব দুদলের খেলোয়াড়দের তালিকা।
উত্তরাঞ্চলের দল: নীতীশ রানা (অধিনায়ক), অভিষেক শর্মা, প্রভসিমরন সিং, এসজি রোহিলা, এস খাজুরিয়া, মনদীপ সিং, হিমাংশু রানা, বিভ্রন্ত শর্মা, নিশান্ত সিন্ধু, ঋষি ধাওয়ান, যুদ্ধবীর সিং, সন্দীপ শর্মা, হর্ষিত রানা, বৈভব অরোরা, মায়াঙ্ক মারকান্ডে।
উত্তর-পূর্বাঞ্চল: ল্যাংলোনিয়াম্বা কেইশাংহাম (অধিনায়ক), ইমলিওয়াতি লেমতুর, অভিষেক কুমার, অনুপ আহলাওয়াত, জেহু অ্যান্ডারসন, খ্রাইভিত্সো কেন্স, নীলেশ লামিচানে, লি ইয়ং লেপচা, নাবাম আবো, ল্যারি সাংমা, ফেইরোইজাম জোটিন, রেক্স রাজকুমার, পালজোর তামাং, আশিস থা।
কখন থেকে শুরু হবে উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দেওধর ট্রফি?
উত্তরাঞ্চলবনাম উত্তর-পূর্বাঞ্চল, দেওধর ট্রফির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৯ (9.00 am)
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দেওধর ট্রফি?
উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দেওধর ট্রফি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দেওধর ট্রফি?
উত্তরাঞ্চল বনাম উত্তর-পূর্বাঞ্চল, দেওধর ট্রফি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে বিসিসিআই অ্যাপে।