Nitesh Kumar wins Gold medal in Men's Singles SL3 Badminton at Paris Paralympics. (Photo Credits: X)

প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪ (Paris Paralympics 2024)-এ দ্বিতীয় সোনা জিতল ভারত। পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসের SL3 বিভাগে সোনা জিতলেন ভারতের নীতেশ কুমার (Nitesh Kumar)। ট্রেন দুর্ঘটনায় একটা পা হারিয়েও জীবনযুদ্ধে জিতে দেশকে প্যারালিম্পিকে সোনা  ফাইনালে গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথহেলকে ২১-১৪, ১৮-২১, ২৩-২১ হারিয়ে সোনা জিতলেন আইআইটি-র গ্র্যাজুয়েট-প্যারা শাটলার নীতেশ। সোনা জয়ের ম্যাচে অবিশ্বাস্য কিছু শট খেলেন নীতেশ। প্রথম গেমে দাপট দেখিয়ে জেতার পর, কয়েকটি ছোট ভুল করে দ্বিতীয় গেমে হেরে বসেন। এরপর নির্ণায়ক গেমে টানাটান থ্রিলারে জিতে সোনার পদক গলায় পড়েন নীতেশ। প্যারিস প্যারালিম্পিক্সের পোডিয়ামে আরও একবার বাজল ভারতের জাতীয় সঙ্গীত।

অলিম্পিকে পুরুষদের ব্যাডমিন্টনে কখনও কোনও ভারতীয় পদক জিততে না পারলেও প্যারালিম্পিকে ব্যাডমিন্টনে প্রথম সোনা জিতে নজির গড়লেন এক পায়ের শাটলার নীতেশ কুমার। কলেজে পড়াশোনা চলাকালীন চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে নিজের বাঁ পা হারিয়েছিলেন নীতেশ। কিন্তু এরপরেও ব্যাডমিন্টনের প্রতি ভালবাসা হারাননি। আরও পড়ুন-দরকার ১৮৫ রান, পাকিস্তানে টানা দুটো টেস্ট জিতে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে

প্যারালিম্পিক্সের ব্যাডমিন্টনে সোনা জিতলেন নীতেশ কুমার

দেখুন নীতেশের সোনা জয়ের মুহূর্ত

চলতি প্যারালাম্পিক্সে ভারত এখনও পর্যন্ত ২টি সোনা, ৩টি রুপো ও ৪টি ব্রোঞ্জ জিতেছে। মহিলাদের শ্যুটিংয়ে অবনী লেখারার পর নীতেশ কুমারের সোনার পর পদক তালিকায় ভারত এবার ২০ নম্বরে উঠলেন। প্রসঙ্গত, টোকিও প্যারালিম্পিক্সে ভারত ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ-১৯টি পদক জিতেছিল।

নীতীশের সোনার আগে টানা দুটো প্যারালিম্পিক্সে (Paralympics) পদক জয়ের রেকর্ড গড়েন ভারতের ডিসকাস থ্রোয়ার যোগেশ কাঠুনিয়া (Yogesh Kathuniya)। প্যারিসে (Paris Paralympics 2024) প্যারা ডিসকাস থ্রো-য়ের F56 (Discuss Throw F56) বিভাগে রুপো জিতলেন যোগেশ। টোকিও প্যারালিম্পিক্সেও একই বিভাগে রুপো জিতেছিলেন হরিয়ানার ২৭ বছরের ডিসকাস থ্রোয়ার। এদিন প্যারিসে ৪২.২২ মিটার দূরত্বে ডিসকাস ছুঁড়ে রুপো জেতেন যোগেশ। সেখানে ব্রাজিলের ক্লাউদিনে বাতিস্তা দোস স্যান্টোস ৪৬.৮৬ মিটারের নয়া প্যারালিম্পিক্সের রেকর্ড গড়া দূরত্বে ডিসকাস ছুঁড়ে জিতলেন সোনা।