BAN Test Team (Photo Credit: @ESPNcricinfo/ X)

রাওয়ালপিন্ডি, ২ সেপ্টেম্বর: পাকিস্তানের মাটিতে টানা দুটো টেস্ট জিতে সিরিজ জয়ের বড় সুযোগ বাংলাদেশ (Bangladesh Cricket Team)-এর সামনে। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জিততে হলে চতুর্থ ইনিংসে নাজমুল হোসেন শান্তোর দলকে করতে হবে ১৮৫ রান। সেখানে বাংলাদেশের দুই ওপেনার অনায়াসে ৪২ রান করে ফেলেছেন। জিততে এখনও চাই ১৪৩ রান, হাতে ১০টি উইকেট। বাংলাদেশের দুই ওপেনার জাকির হোসেন (২৭ অপরাজিত) ও সাদমান ইসলাম (৮ অপরাজিত) বেশ স্বাচ্ছন্দ্যেই খেলছেন। সুবিধাজনক পিচ পেয়েও পাকিস্তানের পেসার- মির হামজা, খুররাম শাহজাদ-রা হতাশ করছেন।

সোমবার রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১৭২ রানে। বাংলাদেশের পেসার হাসান মাসুদ ৪৩ রান দিয়ে ৫ উইকেট নেন। ২১ বছরের নবাবগঞ্জের পেসার নাহিদ রানা নেন ৪টি উইকেট, বাকি উইকেটটি পান তাসকিন আহমেদ।

দেখুন পাকিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের স্কোরবোর্ড

মাত্র ৬৫ রানের মধ্যে অর্ধেক ইনিংস গুঁটিয়ে গিয়েছিল পাকিস্তানের। ফের ব্যর্থ হন বাবর আজম (২৮)। আট নম্বরে নেমে সলমন আঘা ৪৭ রানের অপরাজিত ইনিংস না খেলে দিলে আরও লজ্জায় পড়ত শান মাসুদের দল। মহম্মদ রিজওয়ান ৪৩ রানের কার্যকরী ইনিংস খেলেন। প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ২৭৪ রান। সেখানে ২২ রানে ৬ উইকেট হারানোর জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ ২৬২ রান করেছিল। লিটন দাস (১২৮) ও মেহদি হাসান মিরাজ (৭৮)-এর ইনিংসটা বড় ফারাক গড়ে দেয়।

প্রসঙ্গত, সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। সেটাই ছিল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথমবার টেস্ট ক্রিকেটে জয়।