Nicholas Pooran: আইপিএলের শূন্যতা অতীত, জীবনের পিচে নতুন ইনিংস শুরু নিকোলাস পুরানের
নিকোলাস পুরান। (ছবি: টুইটার)

করোনার মাঝে বিয়েটা সেরেই নিলেন পঞ্জাব কিংসের ক্যারিবিয়ান তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান। গার্লফ্রেন্ড ক্যাথরিন মিগুইলকে বিয়ে করলেন ২৫ বছরের ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার পুরান। মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের বিয়ের ছবি পোস্ট করলেন পুরান। ক্যাপশনে তিনি লেখেন, "জেসাস আমায় জীবনের নানা জিনিসে আশীর্বাদ করেছেন। এবার আমার জীবনে ক্যাথরিন মিগুয়েলকে এনে জেসাস আমার জীবনকে সম্পূর্ণ করেছেন। মিস্টার ও এবং মিসেস পুরানকে স্বাগত।"আরও পড়ুন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে সবাই যা জানতে চায় সে কথা ফাঁস করলেন গার্লফ্রেন্ড জিওর্জিনা (দেখুন ভিডিও)

 

View this post on Instagram

 

A post shared by NickyP (@nicholaspooran)

পুরানের আইপিএল ফ্র্যাঞ্চইজি ও তাঁর ক্রিকেটার সহ ক্রিকেট বিশ্বের অনেককেই পুরান ও তাঁর নতুন স্ত্রী-কে জবীনের নতুন ইনিংস শুরু করার অভিনন্দন জানিয়েছেন।

এবারের আইপিএলটা মোটেও ভাল যায়নি পুরানের। প্রীতি জিন্টার দলের হয়ে খেলে সাত ম্যাচে মাত্র ২৮ রান করেন পুরান। অথচ তাঁর ওপর প্রত্যাশা অনেক ছিল। এবাবের আইপিএলে তাঁর সর্বোচ্চ রান মাত্র ১৯। এবারের আইপিএলে লজ্জার আরও একটা রেকর্ড গড়েন তিনি। শূন্য বলে শূন্য, এক বলে শূন্য, দু বলে শূন্য, তিন বলে শূন্য। চারবার শূন্য রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে খুবই গুরুত্বপূর্ণ সদস্য তিনি। বাঁ হাতি এই তারকা ব্যাটসম্যান দেশের হয়ে ২৮টি ওয়ানডে খেলে ৪৯-এর ওপর ব্যাটিং গড়ে ৯৮২ রান করেন। দেশের হয়ে ২৭টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে দুটি অর্ধশতরান ও বেশ কয়েকটি ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন পুরান।