বিশ্বকাপের 'ডার্ক হর্স' বেলজিয়ামকে চার গোলে হারিয়ে চমক ডাচদের, ডেনমার্কের কাছে হার ফ্রান্সের
France Football team (Photo Credits: EURO 2020)

লন্ডন, ৪ জুন: আসন্ন কাতার বিশ্বকাপে ডার্ক হর্স হিসেবে ধরা হচ্ছে বেলজিয়ামকে। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে ছিটকে দিয়ে সেমিফাইনাল ওঠা বেলজিয়াম কাতারে যাওয়ার যোগ্যতাপর্বেও দারুণ খেলেছিল। কিন্তু গতকাল রাতে ন্যাশনস লিগে গ্রুপ ডি-র প্রথম ম্যাচে ১-৪ গোলে নেগারল্যান্ডসের কাছে হেরে গেল ফিফা ক্রমতালিকায় ইউরোপের এক নম্বর তথা দুনিয়ার দু নম্বর দেশ বেলজিয়াম। ম্যাচের ইনজুরি টাইমের ৯৩ মিনিটে বেলজিয়ামের হয় ফল ১-৪ করেন মিচি বাতসুয়ে।

প্রথমার্ধের ৪০ মিনিটে নেদারল্যান্ডসের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেছিলেন স্টিফেন বার্গিয়েন। ৫১ ও ৫৬ মিনিটে জোড়া গোল করেন মেমফিস দেপে। ৬১ মিনিটে ডাচদের হয়ে চতুর্থ গোলটি করেন ড্যানজেল দুমফ্রাইস। এই গ্রুপের অন্য ম্যাচে ওয়েলসকে ২-১ গোলে হারায় পোল্যান্ড।

এদিকে, ন্যাশনস লিগে গ্রুপ লিগের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-১ গোলে হারাল ডেনমার্ক। করিম বেঞ্জেমার গোলে ম্যাচের ৫১ মিনিট এগিয়ে গিয়েছিল ফ্রান্স। কিন্তু ম্যাচের ৬৮ মিনিটে আন্দ্রেস কর্নেলিয়াসের গোলে ম্যাচে সমতায় ফেরে ড্যানিশরা। এরপর খেলা শেষের মিনিট দুয়েক আগে ডেনমার্কের হয়ে জয়সূচক গোলটি করেন সেই কর্নেলিয়াস। এই গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রিয়া ৩-০ গোলে হারায় ক্রোয়েশিয়াকে।