Neeraj Chopra. (Photo Credits: X)

টোকিও-র পর প্যারিস অলিম্পিকেও সোনা জয়ের দিকে এগোলেন ভারতের মহাতারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। কোয়ালিফিকেশনের প্রথম থ্রো-তেই ফাইনালের টিকিট নিশ্চিত করেন নীরজ। ৮৪ মিটার বা তার বেশী জ্য়াভলিন ছুঁড়লেই ফাইনালে খেলা যাবে, এমন শর্তে নেমে নীরজ প্রথম চেষ্টায় ছুড়লেন ৮৯.৩৪ মিটার। তাই নিশ্চিত হল নীরজের সোনা জয়ের রাউন্ডে নামার টিকিট।

যেখানে টোকিও অলিম্পিকের ফাইনালে নীরজ ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন। নীরজের অন্যতম প্রধান প্রতিপক্ষ পাকিস্তানের আর্শাদ নাদিম ৮৬.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে ফাইনালে খেলা নিশ্চিত করলেন। এখনও পর্যন্ত কোয়ালিফিকেশন রাউন্ডে নীরজই শীর্ষে আছেন। আরও পড়ুন- অলিম্পিক সোনাজয়ী হারিয়ে চমক ভিনেশ ফোগাতের

দেখুন ভিডিয়ো

তবে ভারতের অপর জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনা ফাইনালের লড়াই থেকে ছিটকে গেলেন।