Neeraj Chopra (Photo credit: Twitter)

ওরেগন, ২৩ জুলাই:  কাল, রবিবারের সকালটা তুলে রাখুন  ইতিহাসের সাক্ষী হতে। ছুটির দিনে চায়ের কাপ হাতে দেখতে বসে যান বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়ার ফাইনাল। গত বছর টোকিওতে অলিম্পিকে দেশের প্রথম অ্যাথলিট হিসেবে সোনা জিতেছিলেন নীরজ। আর এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয়ের হাতছানি হরিয়ানা মহাতারকা এই জ্যাভলিন থ্রোয়ারের সামনে। কোয়ালিফিকেশন রাউন্ডে ৮৮.৩৯ মিটার ছুঁড়ে দ্বিতীয় হয়ে ফাইনালে ওঠেন নীরজ। নীরজের আগে আছেন শুধু গ্রেনেডার আলেকজান্ডার পেটের্স (৮৯.৯১ মিটার)। বিশেষজ্ঞরা বলছেন, নিজের সেরাটা দিতে পারলে বিশ্বের সেরা মঞ্চে আরও একবার ইতিহাস গড়ে সোনা জিততে পারেন নীরজ। নীরজের পাশাপাশি আরও এক ভারতীয় জ্যাভলিবন থ্রোয়ের ফাইনালে খেলবেন। তিনি হলেন রোহিত যাদব।

পুরুষদের জ্যাভলিন থ্রো-র চূড়ান্ত ইভেন্টে ভক্তরা ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই দেখতে পাবেন। কারণ পাকিস্তানের অন্যতম সেরা ক্রীড়াবিদ আরশাদ নাদিমের (Arshad Nadeem) দেশের প্রথম অ্যাথলিটক্স হিসেবে এই ইভেন্টের ফাইনালে উঠছেন। ফলে  টোকিও অলিম্পেকের মত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও নীরজ বনাম আরশাদ নাদিমের মুখরোচক লড়াইটা দেখা যাবে। কোয়ালিফিকেশন কাউন্ডে আরশাদ ৯ নম্বরে ছিলেন, ৮১.৭১ মিটার ছুঁড়ে।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championships 2022) ফাইনালে উঠলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। চলতি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Championships) পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের প্রথম থ্রোতেই ৮৮.৩৯ মিটার পার করে ফাইনালে খেলা নিশ্চিত করেন নীরজ। কোয়ালিফিকেশন রাউন্ড নীরজের আগে আছেন শুধু গ্রেনেডার আলেকজান্ডার পেটের্স (৮৯.৯১ মিটার)। গত বছর টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতে ইতিহাস গড়া নীরজের সামনে এবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পোডিয়ামে ওঠার সুযোগ।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারত মাত্র একবারই পদক জিতেছে। সেটা ছিল, এই প্রতিযোগিতা থেকে ভারতের একমাত্র পদকটি এসেছিল ২০০৩ বিশ্ব অ্যাথলেটিক্সে। মহিলাদের লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছিলেন অঞ্জু ববি জর্জ। আরও পড়ুন-লারার ২৮ বছর পর ইনিংসে ৪০০ রান করে রেকর্ড স্যাম নর্থইস্টের

বিশ্ব অ্যাথলেটিক্সে নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রোয়ে-র ফাইনালে কবে, কখন আয়োজিত হবে

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিনের ফাইনাল ২৪ জুলাই, রবিবার ভারতীয় সময় সকাল ৭টা ৫ মিনিট থেকে শুরু হবে।

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে এই খেলা

সোনি স্পোর্টস নেটওয়ার্ক ভারতে বিশ্ব অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়নশিপে অফিসিয়াল সম্প্রচারস্বত্ত্বকারী সংস্থা। সোনি টেন ওয়ান ও সোনি টেন টু-য়ের এসডি ও এইচডি চ্যানেলে বিশ্ব অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ইভেন্ট সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ভারতীয় সময় সকাল সাতটা পাঁচ থেকে পুরুষদের জ্যাভলিন থ্রো-য়ের ফাইনাল শুরু হবে। সোনি টেন ওয়ানে সরাসরি দেখা যাবে খেলা।

অনলাইনে কীভাবে সরাসরি দেখা যাবে খেলা

সোনি লিভ ওয়েবসাইট ও অ্যাপ-এর মাধ্যমে সরাসরি দেখানো হবে খেলা। জিও টিভি-তেও সরাসরি সম্প্রচার করা হবে খেলায

ফাইনালে কারা

অ্যান্ডারসন পেটের্স (গ্রেনেডা), নীরজ চোপড়া (ভারত), হুলিয়ান ওয়েবার (জার্মানি), ইহাভ আবদেরলাহমান, ওলিভার হেলে্ডার (ফিনল্যান্ড), গেনকি দিন (জাপান), কুর্তিস থম্পসন (আমেরিকা), আর্শাদ নাদিম, আন্দ্রিয়ান মারদারে (মালদোভা), রোহিত যাদব (ভারত), লাস্সি ইতালাতো (ফিনল্যান্ড)