লেস্টার, ২৩ জুলাই: বাইশ গজের দুনিয়ায় বড় নজির। কাউন্টির দ্বিতীয় ডিভিশনে লেস্টারশায়ারের বিরুদ্ধে গ্ল্যামারগনের জার্সিতে স্যাম নর্থইস্ট (Sam Northeast) ৪১০ রানে অপরাজিত থাকলেন। লেস্টারশায়ারের ৫৮৪ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুই ওপেনার দ্রুত ফিরে যাওয়ার পর চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন নর্থইস্ট। তারপর ৪৫০টা বল খেলে ৬০৩ মিনিট ক্রিজে কাটিয়ে ইতিহাস গড়া ইনিংস খেলেন স্যাম নর্থইস্ট। ৪৫টা বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি মেরে তিনি ৪১০ রান করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে দশম ব্যাটসম্যান হিসেবে ৪০০ রান করলেন নর্থইস্ট। ভাঙলেন প্রথম শ্রেণীর বহু রেকর্ড।
নর্থইস্টের ৪১০ রানের অপরাজিত ইনিংসের সাহায্যে গ্ল্যামারগন করল ৫ উইকেটে ৭৯৫ করে ডিক্লেয়ার করল। প্রথম ইনিংসে নর্থইস্টের গ্ল্যামারগন লিড পেল ২১১ রানের। আরও পড়ুন-নতুন গাড়ি কিনলেন টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামি, গাড়ির দাম কত জানেন?
দেখুন ভিডিও
𝗙𝗢𝗨𝗥 𝗛𝗨𝗡𝗗𝗥𝗘𝗗!
Sam Northeast becomes the first Glamorgan player ever to reach 4⃣0⃣0⃣ 👏
𝐒𝐞𝐧𝐬𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥. It also brings up the 450 partnership! 🤯
𝗪𝗮𝘁𝗰𝗵 𝗹𝗶𝘃𝗲: https://t.co/F3GGp6mm3i#LEIvGLAM | #GoGlam pic.twitter.com/DFrFk15QUW
— Glamorgan Cricket 🏏 (@GlamCricket) July 23, 2022
দেখুন ক্রিকেটের ৪০০+ কুলীন ক্লাব
Sam Northeast is one of only nine players to score 400 runs in a first-class innings 💪https://t.co/qRAZ0n4gj7 pic.twitter.com/xiMRWvWqBc
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 23, 2022
১৯৯৪ সালে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০০ রান করেছিলেন ব্রায়ান লারা। ভেঙেছিলেন হানিফ মহম্মদ (৪৯৯)-এর বিশ্বরেকর্ড। প্রথম শ্রেণীর ক্রিকেটে লারার সেই অবিশ্বাস্য-ঐতিহাসিক ৫০০ রানের রেকর্ডের ২২ বছর পর এই প্রথম কোনও ব্যাটার ৪০০ রান করলেন।
লেস্টারশায়ারের বিরুদ্ধে স্যাম নর্থইস্ট যখন ব্যাট করতে বনামেন তখন দারুণ চাপে গ্ল্যামারগন। লেস্টারের প্রথম ইনিংসে ৫৮৪ রানের জবাবে গ্ল্যামারগন ৯ রানে ২ উইকেট হারায়। সেই মহাচাপের অবস্থা থেকে প্রথমে তৃতীয় উইকেটে কলিন ইনগ্রামের সঙ্গে বড় রানের পার্টনারশিপ গড়েন নর্থইস্ট। তৃতীয় উইকেটে নর্থইস্ট-ইনগ্রাম করেন ৩০৬ রানের পার্টনারশিপ। ইনগ্রাম ১৩৯ রান করে আউট হন। এরপর সাত নম্বরে নামা ক্রিস কোক নিয়ে অষ্টম উইকেটে ৪৬১ রানের অবিচ্ছদ্য পার্টনারশিপ গড়েন নর্থইস্ট। ক্রিস কোক ১৯১ রানে অপরাজিত থাকেন। দলের ৫০ শতাংশেরও বেশি রান আসে নর্থইস্টের ব্যাট থেকে।