দিল্লি, ১ জুলাই: চোপড়ার (Chopra) ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। লোকসভায় প্রবেশের আগে চোপড়ার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা পালটা আক্রমণ করেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ গোটা ইন্ডিয়া জোটকে। বিজেপির মান্ডির সাংসদ বলেন, চোপড়ার ঘটনার বিরুদ্ধে ফুঁসে রয়েছেন গোটা দেশের মানুষ। একজন মহিলার উপর কীভাবে শরিয়া আইন প্রয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন গোটা দেশের মানুষ। প্রতিদিন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের সদস্যরা গণতন্ত্রের দাবিতে সরব হয়ে বিক্ষোভের 'নাটক' করেন, সেখানে কীভাবে এই ধরনের ঘটনা ঘটে বলে প্রশ্ন তোলেন কঙ্গনা।
পাশাপাশি রাজ্যে শরিয়া আইন প্রয়োগ করা হবে বলে কি গণতন্ত্রে লেখা রয়েছে বলেও প্রশ্ন তোলেন বিজেপি সাংসদ। যে কোনও দেশের রাজ্যে ধর্মের ভিত্তিতে শরিয়া আইন প্রয়োগ করা যায় বলেও প্রশ্ন তোলেন কঙ্গনা রানাউত। ইন্ডিয়া জোটের অংশ তৃণমূল কংগ্রেস। তাই রাহুল গান্ধী এই প্রশ্নের উত্তর দিন বলেও কটাক্ষ করেন কঙ্গনা।
শুনুন কী বললেন কঙ্গনা রানাউত...
#WATCH | On a viral video showing a West Bengal man assaulting two people - including a woman, BJP MP & actor Kangana Ranaut says, "There is anger in the country over this. A woman was accused of adultery and Sharia Law was implemented there. I would like to ask partners of the… pic.twitter.com/MdPxKpQgQ3
— ANI (@ANI) July 1, 2024