
Neeraj Chopra, Doha Diamond League Live Streaming: গত দুই বছরে ডায়মন্ড লিগে (Diamond League) দ্বিতীয় স্থান পাওয়ার পর, নীরজ চোপড়া (Neeraj Chopra) শুক্রবার, ১৬ মে কাতারের সুহেইদ বিন হামিদ স্টেডিয়ামে (Suheid bin Hamid Stadium, Qatar) শীর্ষে ওঠার ফের চেষ্টা শুরু করবেন। ভারতীয় জ্যাভলিন এই তারকা বিশ্বের সেরা ১১ জন শীর্ষ প্রতিযোগীর মধ্যে একজন হবেন। দোহায় নীরজের সঙ্গে যোগ দেবেন সহকর্মী কিশোর জেনা (Kishore Jena)। সেইসাথে থাকছেন ২০২৩ এবং ২০২৪ সালের বিজয়ী জাকুব ভাদলেজ (Jakub Vadlejch) এবং অ্যান্ডারসন পিটারস (Anderson Peters)। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল পাকিস্তানের আরশাদ নাদিমের (Arshad Nadeem) অনুপস্থিতি। তিনি গত বছর প্যারিস অলিম্পিকে সোনা জিতেছিলেন। পুরুষের জ্যাভেলিন প্রতিযোগিতায় অন্যান্য অ্যাথলেটরা হলেন জার্মানির জুলিয়ান ওয়েবার (Julian Weber) এবং ম্যাক্স ডেনিং (Max Dehning), কেনিয়ার জুলিয়াস ইয়েগো (Julius Yego) এবং জাপানের রডেরিক জেনকি ডীন (Roderick Genki Dean)। Neeraj Chopra on Arshad Nadeem: আরশাদ নাদিম কখনই কাছের বন্ধু নন, পাক জ্যাভলিন তারকা নিয়ে মুখ খুললেন নীরজ চোপড়া
দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার ইভেন্ট
Neeraj Chopra begins a new season with the Doha Diamond League tonight pic.twitter.com/YeT1VqXJx3
— ESPN India (@ESPNIndia) May 16, 2025
কবে আয়োজিত হবে ২০২৫ দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার জ্যাভলিন ম্যাচ?
১৬ মে কাতারের সুহেইদ বিন হামিদ স্টেডিয়ামে (Suheid bin Hamid Stadium, Qatar) আয়োজিত হবে ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার জ্যাভলিন ম্যাচ।
কখন থেকে শুরু হবে ২০২৫ দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার জ্যাভলিন ম্যাচ?
২০২৫ দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার জ্যাভলিন ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ রাত ১০টা ১৫ মিনিটে।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ২০২৫ দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার জ্যাভলিন ম্যাচ?
২০২৫ দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার জ্যাভলিন ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ২০২৫ দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার জ্যাভলিন ম্যাচ?
২০২৫ দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়ার জ্যাভলিন ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Wanda Diamond League YouTube চ্যানেলে।