
Neeraj Chopra on Arshad Nadeem: ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়া (Neeraj Chopra) পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ নাদিমের (Arshad Nadeem) সাথে তার সম্পর্ক নিয়ে সকল গুজব ও আলোচনার অবসান ঘটালেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর তাদের সম্পর্ক 'একই থাকবে না'। আরশাদ চোপড়াকে পরাজিত করে প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024)-এ জ্যাভেলিন থ্রো ইভেন্টে সোনা পদক জেতেন। ভারত পাকিস্তানের সীমান্তের উত্তেজনার আগে সম্প্রতি খবর আসে যে আরশাদ নাকি নীরজ চোপড়ার বেঙ্গালুরুতে এনসি ক্লাসিক জ্যাভেলিন ইভেন্টে অংশগ্রহণ করার আমন্ত্রণে না করে দেন। তিনি ২ মে এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করার জন্য না করে দেন বলে জানান। সেইসময় কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনা সদ্য ঘটে তাই নাদিমকে আমন্ত্রণ জানানোয় সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। Neeraj Chopra on Indian Army: ভারতীয় সেনায় গর্বিত নীরজ চোপড়া, ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে করলেন পোস্ট
পাক জ্যাভলিন তারকা নিয়ে মুখ খুললেন নীরজ চোপড়া
🚨 #NeerajChopra Press Conference: #DohaDL
"First, we were never really close friends or something. And things won't be the same after this (referring to the recent Indo-Pak tensions) but if someone talks to me respectfully I reciprocate the respect." — @Neeraj_chopra1 on his… pic.twitter.com/md3CJikvkL
— RevSportz Global (@RevSportzGlobal) May 15, 2025
ভারত পাকিস্তানের উত্তেজনার কারণে এনসি ক্ল্যাসিক বাতিল হয়ে গেলে নীরজ এখন ডায়মন্ড লিগের (Diamond League) জন্য দোহায় রয়েছেন। সেখানেই তিনি নাদিমের ব্যাপারে তার ধারণা স্পষ্ট করে দেন। তিনি বলেন, 'প্রথমত, আমরা কখনোই সত্যিই কাছের বন্ধু বা এমন কিছুই না। এবং এর পর (ভারত-পাকিস্তান দ্বন্দ্ব) আগের মতো কিছুই হবে না।' তবে তিনি এটাও বলেন, 'কিন্তু, যদি কেউ আমার সাথে সম্মানজনকভাবে কথা বলেন, আমি সেই সম্মান ফিরিয়ে দেব।' তারকা ভারতীয় অ্যাথলিট গত মাসে পাকিস্তানের আরশাদ নাদিমকে তার প্রথমবারের ইভেন্টের ব্যাপারটিও স্পষ্ট করে দেন। নীরজ বলেন যে পাহালগামের সন্ত্রাসী হামলার দুদিন আগে সবাইকে আমন্ত্রণ জানানো হয়। তবে নাদিম এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রাখতে অস্বীকার করেন।