Nashra Sandhu. (Photo Credits:X)

Nashra Sandhu: আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ (Women's ODI World Cup 2025)। আট দলের এই বিশ্বকাপে খেলবে পাকিস্তানের মহিলা দল (Pakistan Women's Cricket Team)-ও। তবে ভারতে নয়, পাকিস্তান আসন্ন মহিলাদের বিশ্বকাপের তাদের সব কটি ম্য়াচ খেলবে শ্রীলঙ্কার মাটিতে। মহিলাদের ক্রিকেটে একেবারেই শক্তিশালী দল নয় পাকিস্তান। আসন্ন বিশ্বকাপেও ফতিমা সানার দলকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু বিশ্বকাপ শুরুর দিন আটেক আগে দারুণ পারফরম্যান্স মেলে ধরলেন পাক বোলাররা। সোমবার লাহোরে তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৫ রানে অল আউট করে দিলেন ফতিমা সানা-রা। ৫০ ওভারের ম্য়াচে দক্ষিণ আফ্রিকার ইনিংস গুঁটিয়ে যায় ২৫.৫ ওভারেই। ৬ উইকেট তুলে নিয়ে অবিশ্বাস্য স্পেল করলেন পাক স্পিনার নাশরা সাঁধু। এই প্রথম কোনও মহিলাদের ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের কোনও বোলার ইনিংসে ৬টি উইকেট নিলেন।

দক্ষিণ আফ্রিকা এখন মহিলা ক্রিকেটে বড় শক্তি। আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ইংল্য়ান্ড, ভারতের পরই দক্ষিণ আফ্রিকাকে সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসাবে ধরা হচ্ছে। যদিও লড়াইয়ে থাকবে ডার্ক হর্স নিউ জিল্য়ান্ডও। সেই প্রোটিয়া মহিলা দল এদিন তাদের শেষ ৯টি উইকেট হারায় ৬৫ রানের মধ্যে। ১ উইকেটে ৫০ থেকে ৯৪ রানে ৮ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা অল আউট ২৫.৫ ওভারে

পাকিস্তানের তারকা স্পিনার নাশরা সাঁধু ২৬ রান দিয়ে ৬টি উইকেট নেন। পাকিস্তানের মহিলা ক্রিকেটের ইতিহাসে এটি সেরা স্পেল। পাশাপাশি এদিনই আবার পাকিস্তানের মহিলা ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১০০টি উইকেটের মাইলস্টোনও গড়েন লাহোরের ২৭ বছরের বাঁ হাতি এই স্পিনার। প্রথম দুটি ম্যাচে জিতে পাকিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজ অবশ্য আগেই জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দল।