মে মাসে এই খেলাগুলো একদম মিস করতে পারবেন না

কলকাতা: মে মাসের গরমে ক্রীড়াপ্রেমীদের পাতে একেবারে গরম গরম খাবার তৈরি। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল থেকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (ICC Cricket World Cup)। মে মাসটা ক্রীড়াপ্রেমীদের কাছে একেবারে ভরা খেলার ঝুলি নিয়ে হাজির হচ্ছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন খেলা হচ্ছে--

অ্যাথলেটিক্স

দোহা ডায়মন্ড লিগ (Doha Diamond League) (৩-১৫ মে)

আগামী বছর টোকিও অলিম্পিকের আগে খুবই গুরুত্বপূর্ণ

হতে চলেছে এই মিট। ভারতীয় অ্যাথলিটদের কাছে এই মিট খুবই গুরুত্বপূর্ণ। জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার কাছ থেকে গোটা দেশ অ্যাথলেটিক্সে প্রথমবার পদক জয়ের প্রত্যাশা করছে। অলিম্পিকে পদক জেতার মানের খুব কাছাকাছি আছেন নীরজ। তিনি এই মিটে বুঝতে পারবেন তাঁর প্রস্তুতি কীভাবে সাজাতে হবে। পুরুষদের ১০০ ও ২০০ মিটার দৌড়ের দিকেও নজর থাকবে।

ফুটবল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League)

সেমিফাইনাল

গতবারের চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডেরও ছুটি হয়ে গিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এবার মেসির বার্সেলোনা, সালহা-র লিভারপুল। সঙ্গে টটেনহ্যাম দীর্ঘদিন পর ইউরোপের সেরা ক্লাব ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে খেলবে। আজাক্স আমস্টারডমও খেলবে সেমিফাইনালে। মেসি কি পারবেন আরও একবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দলকে ফাইনালে তুলতে? এক নজরে সেমিফাইনালের ক্রীড়াসূচি

৩০ এপ্রিল

প্রথম সেমিফাইনাল, প্রথম লেগ

টটেনহ্যাম বনাম আজেক্স

প্রথম সেমিফাইনাল, দ্বিতীয় লেগ

আজেক্স বনাম টটেনহ্যাম

১ মে

দ্বিতীয় সেমিফাইনাল, প্রথম লেগ

বার্সেলোনা বনাম লিভারপুল

৭ মে

দ্বিতীয় সেমিফাইনাল, দ্বিতীয় লেগ

লিভারপুল বনাম বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল (মহিলা) (১৮ মে)

হাঙ্গেরীর শহর বুদাপেস্টে হবে মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।

টেনিস

ফরাসি ওপেন (২৬ মে-৯ জুন)

রাফায়েল নাদাল কি পারবেন বারবার বারো বার এই টুর্নামেন্ট জিতে নতুন ইতিহাস গড়তে?ক্লে কোর্টে নাদালের রথ রুখে কি নোভাক জকোভিচ শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে পারবেন?

ক্রিকেট

আইসিসি বিশ্বকাপ (৩০ মে-১৫ জুলাই, ইংল্যান্ড-ওয়েলশ)

১০ দেশের এই বিশ্বকাপ নিয়ে বাইশ গজের দুনিয়া তোলপাড়। ভারত কি পারবে ১৯৮৩-র মত বিলেত থেকে বিশ্বজয় করতে? নাকি অস্ট্রেলিয়া যাবতীয় বিতর্ক দূরে সরিয়ে গতবারের তাজ ধরে রাখবে? নাকি আয়োজক দেশ ইংল্যান্ড এই প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে? সেই দিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব।