আগামী বছর গ্রীষ্মকালীন অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করলেন ভারতের তারকা লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতে অলিম্পিকের টিকিট কাটলেন কেরলের ২৪ বছরের লং জাম্পার মুরলী। সোনা জয়ী চাইনিজ তাইপের ইউ তাং লিন (৮.৪০ মিটার) থেকে মাত্র .৩ মিটার কম লাফিয়ে রুপো জিতে রুপো জিতলেন মুরলী শ্রীশঙ্কর (৮.৩৭ মিটার) । অলিম্পিকে পুরুষদের লং জাম্পে যোগ্যতামান হল ৮.২৭ মিটার।
প্যারিস অলিম্পিকে পুরুষদের লংজাম্পে সোনা ও রুপো জয়ী দু জনেই লাফিয়েছিলেন ৮.৪১ মিটার। আর ব্রোঞ্জ জয়ী লাফান ৮.২১ মিটার। সেই দিক থেকে দেখলে প্যারিস অলিম্পিকে পদক জেতার লক্ষ্যে ঠিক পথেই এগোচ্ছেন মুরলী। তাঁর লক্ষ্য হল চলতি বছর ৮.৪০ মিটার লাফান। এশিয়ান চ্যাম্পিয়নশিপে সেটা করতে না পারলেও তাঁর কেরিয়ারে বড় প্রতিযোগিতার মধ্যে এদিনই তার সেরা পারফরম্যান্সটা দিলেন মুরলী।
দেখুন ভিডিয়ো
Murali Sreeshankar wins 🥈 in the mens long jump at the Asian Athletics Championships with a giant 8.37m jump. He had 5 jumps over 8m in the competition. The CWG 🥈 also qualifies for the 2024 Olympics with this jump pic.twitter.com/u2EYj67FBo
— jonathan selvaraj (@jon_selvaraj) July 15, 2023
গত বছর কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন মুরলী। চলতি এশিয়ান অ্য়াথলেটিক্সে ভারতের এটি ১২তম পদক। এদিকে, চলতি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পুরুষদের হাইজাম্পে রুপো জিতলেন ভারতের সারভেশ কুশারে।