
MS Dhoni: টি-২০ এবং ওয়ানডে ক্রিকেটে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে 'হল অফ ফেম' (ICC Hall of Fame)-এ অন্তর্ভুক্ত করল আইসিসি। সুনীল গাভাসকর, কপিল দেব, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, বীরেন্দ্র সেওয়াগের মত ধোনিও এখন ICC-র হল অফ ফেমে ঢুকলেন। দুনিয়ার সেরা ক্রিকেটারদের Hall অফ ফেমে জায়গা দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। দেশের একাদশতম ক্রিকেটার হিসেবে ICC-র 'হল অফ ফেম'-এ জায়গা পেলেন ধোনি। ভারতীয়দের মধ্যে সবার আগে সুনীল গাভাসকর ও বিষেণ সিং-কে এই সম্মান দিয়েছিল আইসিসি। ধোনির সঙ্গে এদিন অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন, দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ও হাসিম আমলা , নিউ জিল্যান্ডের ড্যানিয়েল ভিত্তোরি ও পাকিস্তানের মহিলা ক্রিকেটার সানা মির-কেও হল অফ ফেমে জায়গা দিল ICC। সব মিলিয়ে এদিন, লন্ডনে ধোনি সহ মোট সাতজন ক্রিকেটারকে আইসিসি-র হল অফ ফেমে জায়গা দেওয়া হল।
গাভাসকর, বেদি, কপিল দেব, দ্রাবিড়, সচিন, কুম্বলে, মানকড়, সেওয়াগ এর পর ধোনি
২০২৩ সালে বীরেন্দ্র সেওয়াগ ও ভারতীয় মহিলা দলের প্রাক্তন স্পিনার নীতু ডেভিড-কে আইসিসি-র হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়। রাহুল দ্রাবিড় ও সচিন তেন্ডুলকর-কে যথাক্রমে ২০১৮ ও ২০১৯ সালে হল অফ ফেমে জায়গা দেয় আইসিসি। কপিল দেব (২০১০ সাল), অনিল কুম্বলে (২০১৫), ভিনু মানকড় (২০২১), মহিলা ক্রিকেটার ডিয়ানা এদুলজি (২০২৩)-কেও হল অফ ফেমে জায়গা দেয় আইসিসি।
হল অফ ফেমে ধোনি
Unorthodox, unconventional and effective 🙌
A cricketer beyond numbers and statistics 👏
MS Dhoni is inducted in the ICC Hall of Fame 🥇
More ➡️ https://t.co/oV8mFaBfze pic.twitter.com/AGRzL0aP79
— ICC (@ICC) June 9, 2025
দেশের হয়ে ৯০টি টেস্ট, ৩৫০টি ওয়ানডে ও ৯৮টি আন্তর্জাতিক টি-২০ খেলেন ধোনি। টেস্টে ৪৮৭৬, ওয়ানডে-তে ১০ হাজার ৭৭৩ ও টি-২০-তে ১৬১৭ রান আছে ধোনির। ধোনির নেতৃত্বে ২০০৭ প্রথম টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এরপর ২০১১ ওয়ানডে বিশ্বকাপে দেশের মাটিতে ধোনির নেতৃত্বে কাপ জেতে টিম ইন্ডিয়া।