
Mother's Day: আজ দিনটা মায়েদের। যে মা আবার দুনিয়ার আলো দেখিয়েছেন। মা ছাড়া আমাদের কারো অস্তিত্ব নেই। আন্তর্জাতিক মাতৃ দিবসে সোশ্যাল মিডিয়ায় মা-দের সম্মান, শ্রদ্ধা জানিয়ে পোস্টের বন্যা। সাধারণ মানুষ থেকে সেলেব-সবাই মায়ের আবেগে এক হয়ে যাচ্ছেন। ক্রিকেট মহাতারকা বিরাট কোহলি থেকে ফুটবল মেগাস্টার পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মা দিবসে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করলেন।
মা দিবসে কোহলি তাঁর শুভেচ্ছা বার্তায় একটি পোস্টে তিনটি ছবি শেয়ার করলেন। কোহলির মা দিবসের শুভেচ্ছাবার্তায় সেই পোস্টের প্রথম ছবিটিতে আধা আলোয় মেয়ে ভামির সঙ্গে স্ত্রী অনুষ্কা শর্মা, দ্বিতীয় ছবিটিতে তাঁর নিজের মা সরোজ, এবং তৃতীয়টিতে অনুষ্কার সঙ্গে তার মা আশিমার ছবি দিলেন। শুভেচ্ছাবার্তা কোহলি লিখলেন, " দুনিয়ার সব মায়েদের মাতৃদিবসের শুভেচ্ছা। আমিও তেমনই এক মায়ের কোলে বড় হয়েছি, শক্তিশালী হয়েছি, ভালবাসতে শিখেছি। আমরা তোমাদের খুব ভালবাসি এবং রোজ আরও ভালবাসা বেড়ে চলেছে।"
কোহলির মা দিবসের শুভেচ্ছাবার্তা
Ladies, find yourself a man who loves you like #ViratKohli loves #AnushkaSharma! 🫶🏻
The cricketer penned a heartfelt note on Mother's Day. #Celebs #MothersDay pic.twitter.com/sL9qs1vhRQ
— Filmfare (@filmfare) May 11, 2025
রোনাল্ডোর মা দিবসের শুভেচ্ছাবার্তা
Todos os dias são delas, mas hoje em especial
❤️ Feliz dia da Mãe. pic.twitter.com/ijSjXg9bVi
— Cristiano Ronaldo (@Cristiano) May 4, 2025
অন্যদিকে, রোনাল্ডো তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর মায়ের সঙ্গে ছোটবেলার ছবি আর গার্লফ্রেন্ড জর্জিনার সঙ্গে গোটা পরিবারের ছবি শেয়ার করলেন।