India vs Pakistan (Photo Credits: Getty Images)

লাহোর, ৬ সেপ্টেম্বর: টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আর মাস দেড়েকের মত বাকি। ঠিক তার আগে পাকিস্তানের ক্রিকেটে ফের ডামাডোল। যে ডামাডোল ছাড়া বোধহয় পাক ক্রিকেট একদম বেমানান। আজই, টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup Cricket 2021) জন্য স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। ঠিক তারপরই আচমকা হেড কোচের পদ থেকে ইস্তফা দেন মিসবা উল হক (Misbah-ul-Haq)। মিসবার সঙ্গেই বোলিং কোচ ওয়াকার ইউনিস (Waqar Younis)-ও পদত্যাগ করেন।

কেন তাঁরা ইস্তফা দিয়েছেন, তা স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে বিশ্বকাপের দল গঠন নিয়ে মিসবা-ওয়াকারের সঙ্গে পিসিবি কর্তা-নির্বাচকদের দ্বন্দ্বের জেরেই এই ইস্তফা কাণ্ড। আরও পড়ুন: কোভিড আক্রান্ত কোচ রবি শাস্ত্রীকে ম্যানচেস্টারে শেষ টেস্টে পাচ্ছেন না বিরাট কোহলিরা, ১৪ দিন থাকতে হবে আইসোলেশনেই

দেখুন টুইট

এদিকে, পাকিস্তান দীর্ঘদিন বাদে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে নামছে। তার আগে মিসবা-ওয়াকারের পদত্যাগে বিপাকে পাকিস্তান ক্রিকেট। আসন্ন নিউ জিল্যান্ড সিরিজে মিসবা উল হকের পরিবর্তে অন্তবর্তীকালীন কোচ হিসেবে সাকলেন মুস্তাক ও আব্দুল রজ্জাককে নিয়োগ করেছে পিসিবি।