মুম্বই, ৬ সেপ্টেম্বর: ওভালে সিরিজের চতুর্থ টেস্ট চলাকালীন করোনা (Corona Virus) ধরা পড়েছে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)-র। তিনি এখন আইসোলেশনে (Isolation) আছেন। নিয়ম অনুযায়ী তিনি এখন ১৪ দিনের আইসোলেশনে থাকবেন। যেখান তাঁকে এই সময়ের মধ্যে দু বার করোনা নেগেটিভ থাকতে হবে। এদিকে, ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের (India vs England Test Series) চতুর্থ ম্যাচ ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ম্যানচেস্টারে। ফলে বিরাট কোহলি (Virat Kohli)-রা হেড স্যার ছাড়াই সেই টেস্টে খেলতে নামবেন। তবে শাস্ত্রীর পরিবর্তে কোচ হিসেবে কাউকে পাঠানো হয় কি না সেটা দেখার। ওভালে ফল যাই হোক, ম্যানচেস্টার টেস্ট ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ভারতীয় দলের সবচেয়ে বড় সমস্যা হল বোলিং কোচ ভরত অরুণ সহ দলের সাপোর্ট স্টাফরাও এখন আইসোলেশনে। ফলে কোহলিরা ম্যানচেস্টারে কার্যত অভিভাবকহীন হয়েই অতি গুরুত্বপূর্ণ টেস্টে নামতে হতে পারে। আরও পড়ুন: টি টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক পাকিস্তানের, বাবর আজমদের স্কোয়াডে চার অল রাউন্ডার
প্রসঙ্গত, ওভাল টেস্টের অতি গুরত্বপূর্ণ চতুর্থ দিনের খেলা শুরু আগে ভারতীয় শিবিরে ধাক্কা। বিরাট কোহলিদের সংসারে করোনা হানা। ল্যাটারাল ফ্লো টেস্টে কোভিড পজেটিভ আসে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)-র। রবি শাস্ত্রী-র রিপোর্ট পজেটিভ আসায় দলের সব সাপোর্ট স্টাফ- বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun), ফিল্ডিং কোচ আর শ্রীধর (R Sridhar), এবং দলের ফিজিওথেরাপিস্ট নীতীন প্যাটেলকে তাঁদের সবাইকে আইসোলেশনে পাঠানো হয়েছে। শনিবার রাতে ল্যাটারাল ফ্লো টেস্ট ( lateral flow test)-করা হলে হেড কোচ রবী শাস্ত্রী-র কোভিড রিপোর্ট পজেটিভ আসে।