Messi In Miami Jersey Photo Credit: Twitter@messiinmiami10

আমেরিকা যুক্তরাষ্ট্রে ক্লাব ফুটবলে তার অভিষেক ম্যাচে অবিশ্বাস্য গোল লিওনেল মেসি (Lionell Messi)-র। মেজর লিগ সকারে ইন্টার মিয়ামি (Inter Miami)-র জার্সিতে প্রথমবার নেমে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে গোল করে দলকে জেতালেন মেসি। ম্যাচের ৫৪ মিনিটে পরিবর্ত হিসেবে নামা মেসি একটা শটে খেলার ফল বদলে দিলেন।

ম্যাচের ৯৪ মিনিটে মেসি যখন ফ্রি কিক নিতে যান, তখন ইন্টার মিয়ামি-ক্রুজ আজুল ম্যাচের স্কোর ১-১। এরপরই মেসির জাদু। মেসি যাকে হারিয়ে ফ্রি কিক থেকে গোল করলেন, ক্রুজ আজুল দলের গোলকিপার মেক্সিকান আন্দ্রেস গুদিনো আবেগে বলে বসলেন, ওটা কোনও শট ছিল না, ওটাতে যেন ম্যাজিক মেশানো ছিল। আরও পড়ুন- এবার টিম ইন্ডিয়ার নেতৃত্বে সূর্যকুমার যাদব!

দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

ফ্লোরিডার ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামির জার্সিতে মেসির অভিষেক ম্য়াচ দেখতে টিকিটের দাম ভারতীয় মুদ্রায় এক কোটি টাকা ছাড়িয়েছিল। মেসি ম্যাজিকে কোটি টাকা উসুল হয়ে গেল বলে জানালেন দর্শকরা। মেসির গোল দেখে আবেগে মাঠের দাঁড়িয়ে কেঁদে ফেললেন ডেভিড বেকহ্যাম। কাঁধতে দেখা গেল আমেরিকার কয়েকজন প্রাক্তন ফুটবলারদেরও। সব মিলিয়ে আমেরিকায় প্রথমবার মেজর লিগ সকারে নেমে মেসি সবাইকে নিজের জাদুতে বশ করলেন।

ফ্রান্সের পিএসজি থেকে মেসি বার্ষিক ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলারের চুক্তিতে সই করেছেন ইন্টার মায়ামিতে। মেজর লিগে সকার প্রচার ও প্রসারের পর যে অর্থ অ্যাপল ও অ্যাডিডাস পাবে, তার একটি অংশও এবার থেকে যাবে মেসির কাছে।