
Matthew Hayden: টেস্টে ক্রিকেটের ইতিহাসে একটা ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বকালের সর্বাধিক রানসংগ্রহকারী তিনি। জিতেছেন দু দুটো বিশ্বকাপ। বছরের পর বছর ধরে তিনিই ছিলেন দেশের সবচেয়ে বড় ম্যাচ উইনার। রিকি পন্টিং, স্টিভ স্মিথ, স্টিভ ওয়ার পর তিনিই টেস্টে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ব্য়াটার। অস্ট্রেলিয়ার সেই প্রাক্তন তারকা বাঁ হাতি ওপেনার ম্যাথু হেডেন-কে আইসিসি-র হল অফ ফেমে (ICC Hall Of Fame) জায়গা দেওয়া হল। হেডেনের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা হাসিম আমলা-কেও আইসিসি-র হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হল। আমলা দেশের হয়ে ১২৪টি টেস্ট খেলে ৯ হাজার ২৮২ রান এবং ১১৬টি ওয়ানডে খেলে ৮ হাজার ১১৩ রান করেন। পাশাপাশি দেশের হয়ে আমলা ৪৪টি আন্তর্জাতিক টি-২০ও খেলেন তিনি।
ব্র্যাডম্যান, বর্ডারের মত হেডেনও হল অফ অফ ফেমে
ডন ব্র্যাডম্যান থেকে অ্যালন বর্ডার, গ্রেগ ও ইয়ান চ্যাপেল-দের মত অজি কিংবদন্তিদের এর আগে আইসিসি-র হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে হেডেন ১০৩টি টেস্ট, ১৬১টি ওয়ানডে ও ৯টি আন্তর্জাতিক টি-২০ খেলেন। টেস্টে তাঁর ৮ হাজার ৬২৫, ওয়ানডে-তে ৬ হাজারের বেশি রান রয়েছে। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৫০-এর উপরে ছিল। টেস্টে হেডেনের ৩০টি ও ওয়ানডে-তে ১০টি সেঞ্চুরি ছিল। আন্তর্জাতিক টি-২০-তেও মাত্র ৯টি ম্যাচ খেলে ৪টি হাফ সেঞ্চুরি, ব্যাটিং গড় ৫১-র ওপর।
হল অফ ফেমে হেডেন
A dominant opener who was part of two World Cup winning sides with Australia, his 380 against Zimbabwe is the second-highest score in Test history.
Matthew Hayden has been inducted in the ICC Hall of Fame 👏 pic.twitter.com/5O3iG4qPeY
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 9, 2025
হেডেনের কীর্তি
২০০৩ ও ২০০৭ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য়ও ছিলেন হেডেন। দেশের জার্সিতে হেডেন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ১৯৯৩ সালে, আর শেষ ম্যাচটি খেলেন ২০০৯ সালে। ২০০৩ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে পার্থ টেস্টের প্রথম ইনিংসে হেডেন করেছিলেন ৩৮০ রান। টেস্টে এক ইনিংসে সর্বাধিক রানের বিষয়ে হেডেনের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা ৪০০ রান করেছিলেন।