টোকিও, ২৫ জুলাই: আরও একটা অলিম্পিক পদক জয়ের পথে এক পা এগোলেন ভারতের তারকা বক্সার মেরী কম (Mary Kom)। রবিবার টোকিও অলিম্পিক মহিলাদের বক্সিংয়ে ফ্লাইওয়েট (৪৮-৫১ কেজি)বিভাগের প্রথম রাউন্ডে মনীপুরের তারকা ৩৮ বছরের সুপার মম মেরী ৪-১ হারালেন ডোমেনিকান রিপালবিকের মিগুলিনা গার্সিয়া হার্নানডেজকে। দ্বিতীয় রাউন্ডে ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ভারতের এই তারকা বক্সার খেলবেন ইনগ্রিট ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে।
Wow, Marry Kom has won by 4:1.
What a boxing by 38 Yrs old super mom. Compare that to yesterday Krishnan match.
Proud of her, at 38 she still a best hope for Indian Medal🤞✌️👌#Tokyo2020 #IndiaAtOlympics pic.twitter.com/17fKesXcWC
— Pawan Shukla (@PawanSh10237254) July 25, 2021
প্রসঙ্গত, দুটো ব্রোঞ্জ পদক থাকায় টোকিও অলিম্পিকে পদক নিশ্চিত করলে বক্সিংয়ে জিততে হয় তিনটি ম্যাচ-প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনালে উঠলেই পদক নিশ্চিত হয়। সোনা জিততে হল জিততে হয় পাঁচটা ম্যাচ। মেরী কম একটা ধাপ পার করলেন। এর আগে আজ সকালে ব্যাডমন্টিন সিঙ্গলসে প্রথম রাউন্ডের ম্যাচ অনায়াসে জেতেন পিভি সিন্ধু। টেবল টেনিসে দারুণ জয় পান মনিকা বাত্রা। মহিলাদের টিটি সিঙ্গলসের দ্বিতীয় রাউনন্ডজের ম্যাচে ইউক্রেনের মারগারিটা পেস্টোকারের বিরুদ্ধে ০-২ পিছিয়ে ছিলেন মনিকা সেখান থেকে দিল্লির বিখ্যাত এই টিটি তারকা ৪-৩ ম্যাচ জিতে নেন।
What a comeback from 0-2, #monicabatra wins 4-3. pic.twitter.com/N7EIChM3jF
— Abhishek Kumar (@Abhishe44705535) July 25, 2021
বাংলার প্রণতি নায়েক অবশ্য জিমন্যাস্টিক ফাইনালে উঠতে পারেননি। সানিয়া মির্জা প্রথম রাউন্ডেই টেনিসের ডবলস থেকে বিদায় নিয়েছেন।