Mark Chapman: দুটো আলাদা দেশের হয়ে হাফ সেঞ্চুরি করে নজির মার্ক চ্যাপম্যানের
Mark Chapman. (Photo Credits: Twitter)

জয়পুর, ১৭ নভেম্বর: বিশ্বের প্রথম দেশ হিসেবে দুটো আলাদা দেশের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে হাফ সেঞ্চুরি করে নজির গড়লেন মার্ক চ্যাপম্যান (Mark Chapman)। বুধবার জয়পুরে ভারতের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে তিন নম্বরে ব্যাট করতে নেমে কিউই ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান করেন ৫৩ বলে ৬৩ রান করেন। এর আগে ২০১৫ সালে আবুধাবিতে ওমানের বিরুদ্ধে হংকংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন চ্যাপম্যান।

সেই ম্যাচে তিনি করেছিলেন ৪১ বলে ৬৩ রান। ২০১৫ সালে হংকংয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর, ২০১৮ সাল থেকে তিনি নিউ জিল্যান্ডের হয়ে খেলছেন। হংকংয়ের হয়ে খেলে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করার নজির গড়েছিলেন তিনি। আরও পড়ুন: সৌরভেই লক্ষ্মী লাভ বিসিসিআইয়ের

দেখুন টুইট

ওপেনার ড্যারি মিচেল প্রথম বলেই আউট হওয়ার পর ক্রিজে নেমেছিলেন চ্যাপম্যান। দ্বিতীয় উইকেট জুটিতে মার্টিন গুপ্তিল-চ্যাপম্যান যোগ করেন ১০৯ রান।