Champions League 2021-22: ইতিহাদে ইতিহাস! সাত গোলের থ্রিলারে শেষ হাসি সিটি-র, তবে লড়াইয়ে থাকল রিয়াল
Manchester City beat Real Madrid . (Photo Credits: Twitter)

ম্যানচেস্টার, ২৭ এপ্রিল: চ্যাম্পিয়ন্স লিগের (Champions League 2021-22) প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটা একেবারে রুদ্ধশ্বাস হল। রাত জেগে যারা খেলা দেখলেন তাদের সত্যিই এই গরমে রাত জাগা সফল হল। ইংল্যান্ডের ইতিহাদ স্টেডিয়ামে সাত গোলের স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ৪-৩ গোলে হারাল রিয়াল মাদ্রিদকে। সাত গোলের থ্রিলার এই ম্যাচে পেন্ডুলামের মত একবার এদিকে হেলে পড়ছিল, তো পরক্ষণেই অন্যদিকে। ম্যাচের মাত্র ১১ মিনিটের মধ্যেই কেভিন দে ব্রুইন ও গ্যাব্রিয়াল জেসুসের গোলে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল সিটি। তবে এরপর সিটি ঝড় থামিয়ে ৩৩ মিনিটে ব্যবধান কমান করিম বেঞ্জিমা। হাফ টাইমে ২-১ গোলে সিটি এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ফল ৩-১ করেন ফিল ফোডেন।

দু মিনিটের মধ্যেই রিয়ালের দ্বিতীয় গোলটি করেন ভিনি জুনিয়র। ৭৪ মিনিটে পেপ গুয়ার্দিওলা-র দলের হয়ে ফল ৪-২ করেন বার্নাডো দি সিলভা। ম্যাচের ৮২ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের ফল ৩-৪ করেন বেঞ্জেমা। শেষ অবধি অনেক চেষ্টা করলেও আর সমতায় ফিরতে পারেনি। আরও পড়ুন: ৬৮-র পর ১১৫ অল আউট! রয়্যালস যুদ্ধে হার বেঙ্গালুরুর, আধ ডজন ম্যাচ জিতে শীর্ষে রাজস্থান

তবে প্রথম লেগে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকছে রিয়াল মাদ্রিদের কাছে। আগামী বুধার ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় লেগে নামবে ম্যান সিটির বিরুদ্ধে। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে বরাবরই অপ্রতিরোধ্য রিয়াল। তাই গতকাল রাতে থ্রিলারে শেষ হাসি হাসলেও পেপ গুয়ার্দিওযালর দলের ফাইনালে ওঠার কাজটা সহজ হবে না। এদিকে, আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে নামছে ইংল্যান্ডের লিভারপুল ও স্পেনের ভিয়া রিয়াল। প্রথম সেমিফাইনালের মত দ্বিতীয় সেমিতেও ইংল্যান্ড বনাম স্পেনের লড়াই। ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলবে লিভারপুল।