পুণে, ২৬ এপ্রিল: আইপিএলে (IPL 2022) রয়্যালস যুদ্ধে জিতল রাজস্থান (Rajsthan Royals)। মঙ্গলবার পুণেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB0-কে ২৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল রাজস্থান রয়্যালস। তারকা খচিত বেঙ্গালুরুর ব্যাটিং মাত্র ১১৫ রানে অল আউট হয়ে গেল। হায়দ্রাবাদের বিরুদ্ধে ৬৮ রানে অল আউটের পর এবার রাজস্থানের কাছেও খুব অল্প রানে গুঁটিয়ে গেল বেঙ্গালুরুর ব্যাটিং। আইপিএলের ইতিহাসে সবচেয়ে হাই প্রোফাইল ব্যাটিংলাইন আপের ব্যাটিং নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। যে বিরাট কোহলিকে চেজ মাস্টার বলা হত, তারাই রাজস্থানের করা ১৪৪ রানই তাড়া করতে পারল না।
লো স্কোরিং ম্যাচে রাজস্থানের জয়ের নায়ক দুই প্রতিশ্রুতিবান তরুণ- ব্যাট হাতে অসমের রিয়ান পরাগ (৩১ বলে ৫৬ অপরাজিত) ও মধ্যপ্রদেশের পেসার কুলদীপ সেন (২০ রানে ৪ উইকেট)। বেঙ্গালুরু ইনিংসের তিনটি উইকেট তুলে নিয়ে রাজস্থানের জয়ে বড় ভূমিকা নেন রবীচন্দ্রন অশ্বিনও। রাজস্থানের জয়ে সবচেয়ে বড় দিক হল, জোস বাটলার(৮), সঞ্জু স্যামসন (২৭)-দের মত মহাতারকারা রান পেলেও ম্যাচ বের দিলেন রিয়ান পরাগের মত তরুণ ক্রিকেটার। আরও পড়ুন: বিয়ে করছেন প্রাক্তন ক্রিকেটার অরুণ লাল, পাত্রী কে জানেন?
ব্যাট হাতে আরও একবার ব্যর্থ হলেন বিরাট কোহলি। পররপর দুটো ম্যাচে শূন্যের পর এদিন প্রসিদ কৃষ্ণার বলে ৯ রানে আউট হলেন বিরাট। গ্লেন ম্যাক্সওয়েল (০) প্রথম বলেই আউট হয়ে যান। দীনেশ কার্তিক (৬)-ও ফের ব্যর্থ হন। ৭২ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে হারের মুখে দাঁড়িয়ে ছিল বেঙ্গালুরু। শেষ অবধি আরসিবি-র রান একশো টপকায় হাসারাঙ্গা (১৮)-র সুবাদে।