Akhtar Ali Passes Away: টেনিস কিংবদন্তি আখতার আলির প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
আখতার আলি ও মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ফোটো (Photo: FB)

টেনিস কিংবদন্তি আখতার আলির (Akhtar Ali) প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে তিনি লেখেন, সত্যিকারের টেনিস কিংবদন্তি আখতার আলির প্রয়াণের কথা শুনে দুঃখ পেলাম। আখতার স্যার ভারতের টেনিস চ্যাম্পিয়নদের অনেককে প্রশিক্ষণ দিয়েছিলেন। আমরা তাঁকে ২০১৫ সালে বাংলার সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার দিয়েছি। তাঁর পরিবার এবং প্রশংসকদের প্রতি সমবেদনা।" গতকাল গভীর রাতে তাঁর মৃত্যু হয় আখতার আলির। বয়স হয়েছিল ৮১। দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মেয়ের বাড়িতে যান তিনি। সেখানেই গভীর রাতে মৃত্যু হয় তাঁর।

পঞ্চাশ ও ষাটের দশকে ভারতীয় ডেভিস কাপের নিয়মিত সদস্য ছিলেন আখতার আলি। ডেভিস কাপে ভারতের হয়ে খেলতে নেবে ৯-২ জয়, পরাজয়ের রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। ভারতের হয়ে সিঙ্গলস ও ডাবলস দুই ফর্ম্যাটেই ব্যাপ্তি ছিল তাঁর। রমানাথন কৃষ্ণণ, নরেশ কুমার, প্রেমজিৎ লাল, জয়দীপ মুখোপাধ্যায়ের মতো টেনিস তারকাদের সঙ্গে তিনি খেলেছেন। ১৯৫৫ সালে জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতেন আখতার আলি। এছাড়াএ জুনিয়র উইম্বলডনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিলেন। আরও পড়ুন: Akhtar Ali Passes Away: প্রয়াত হলেন কিংবদন্তি টেনিস তারকা আখতার আলি

খেলা ছাড়ার পর রমেশ কৃষ্ণণ, বিজয় অমৃতরাজ, লিয়েন্ডার পেজের মতো টেনিস তারকাদের গাইড করতেন তিনি। সানিয়া মির্জা, সোমদেব দেববর্মনদের টেনিসের প্রাথমিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। আখতার আলির ছেলে জিশান আলিও জাতীয় টেনিস সার্কিটে পরিচিত নাম। জাতীয় চ্যাম্পিয়ন ও ভারতীয় ডেভিস কাপ দলের কোচও থেকেছেন জিশান