ENG vs IND Lords Test Day 2: লর্ডস টেস্টের ঘটনাবহুল দ্বিতীয় দিনটা জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)-র। ১২ বলের মধ্য়ে ৩ উইকেট তুলে নেওয়ার পর লর্ডসে পাঁচ উইকেটের মাইলস্টোন গড়লেন বুমরা। জো রুটের (Joe Root) ৩৭তম সেঞ্চুরি ম্লান হয়ে গেল বুমরার ৭৪ রানে ৫ উইকেটের আগুনে স্পেলে। ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৪৫ রান। কেএল রাহুল ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত আছেন, সঙ্গে ঋষভ পন্থ (১৯) নিজের মেজাজেই খেলছেন। ২৪২ রানে পিছিয়ে থেকে ৭ উইকেট হাতে রেখে আগামিকাল, শনিবার তৃতীয় দিনে নামছে টিম ইন্ডিয়া। এজবাস্টন টেস্টে ডবল সেঞ্চুরি, সেঞ্চুরি ও দুই ইনিংস মিলিয়ে ৪০০ প্লাস রান করে ইতিহাস গড়ে অধিনায়ক শুভমন গিল (৬) রান পেলেন না। গিলকে আউট করলেন ক্রিস ওকস। রান পেলেন না দারুণ ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল (১৩)-ও। যশস্বীকে আউট করে চোট সারিয়ে দীর্ঘদিন পর খেলতে নামা ইংল্যান্ডের পেসার জোফ্রে আর্চার। তিন নম্বরে নেমে ৪০ রানের দুরন্ত ইনিংস খেললেন করুণ নায়ার। কিন্তু খেলার গতির বিরুদ্ধে করুণকে আউট করেন অধিনায়ক বেন স্টোকস।
বুমরার ঝড়ের পর স্মিথ-কার্সের দারুণ প্রতিরোধ
এদিন, ৭৪ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়ে লর্ডসে নিজের নামটা খোদাই করলেন গুজরাটের তারকা পেসার। দ্বিতীয় দিনের খেলার শুরুতই বেন স্টোকস-কে বোল্ড করে দেন বুমরা। এরপর পরপর দু বলে আউট করেন জো রুট (১০৩) ও ক্রিস ওকস (০)-কে। ৪ উইকেটে ২৬০ থেকে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ২৭১ রান। বুমরা ঝড়ে সেই সময় উড়ে গিয়েছিল ইংল্য়ান্ড। কিন্তু সেখান থেকে দলের রান ভাল জায়গায় নিয়ে যান উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ (৫১) ও আট নম্বরে ব্যাট করতে নামা ব্রেইডন কার্সে (৫৬)। শেষবেলার জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে শেষ তিন উইকেটে ইংল্যান্ড আরও ১১৬ রান যোগ করে খেলার মোড় ঘোরায়। আরও পড়ুন- ক্রিকেট বিশ্বকাপে খেলার যোগ্যতাঅর্জন ইতালির
দ্বিতীয় দিনের শেষে লর্ডসের স্কোরবোর্ড
That’s stumps on Day 2!
KL Rahul and Vice-captain Rishabh Pant are in the middle 🤝 #TeamIndia trail by 242 runs in the first innings
Scorecard ▶️ https://t.co/omiZVl0Plb#ENGvIND pic.twitter.com/KU2IRcQO0Z
— BCCI (@BCCI) July 11, 2025
লিডসের পর লর্ডসে পাঁচ বুমরার
শেষের দিকে জোফ্রা আর্চারকে আউট করে লিডসের পর লর্ডস পাঁচ উইকেট তুলে নিলেন বুমরা। লর্ডসে বুমরার পাঁচটা উইকেটের মধ্য়ে তিনটিই বোল্ড- হ্যারি ব্রুক, বেন স্টোকস ও জো রুট। মহম্মদ সিরাজ ৮৫ রানে ২টি ও নীতীশ কুমার রেড্ডি ৬২ রান দিয়ে ২টি উইকেট নেন। রবীন্দ্র জাদেজা আউট করেন ওলি পোপ-কে। আকাশ দীপ ও ওয়াশিংটন সুন্দর কোনও উইকেট পাননি।