Italy Cricket Team: ফুটবলের সুপার পাওয়ার দেশ এই প্রথম ক্রিকেট বিশ্বকাপে অভিষেক হতে চলেছে। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় হতে চলা টি-২০ বিশ্বকাপে খেলার যোগ্যতাঅর্জন করল ইতালি। সঙ্গে ইউরোপিয় জোনে চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে যোগ্যতাঅর্জন করল নেদারল্যান্ডস। ইউরোপিয়ান কোয়ালিফিকেশন জোনে ৪ ম্যাচে ৬ পয়েন্ট পয়ে শীর্ষস্থানে থেকে ২০২৬ টি-২০ বিশ্বকাপের টিকিট কাটে ডাচরা। ইতালি ও জার্সি- দুটি দেশ সমসংখ্যক ৫ পয়েন্ট পেলেও নেচ রানরেটে মূলপর্ব উঠল আজুরিরা। ২০২৬ টি-২০ বিশ্বকাপে টেস্ট খেলিয়ে ১০টি-র দেশের সঙ্গে খেলবে কোয়ালিফিকেশন রাউন্ড থেকে উঠে আসা আরও ১০টি দেশ। এখনও পর্যন্ত কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি বিশ্বকাপ ২০২৬-র মূলপর্বে উঠল।
অন্যদিকে, স্কটল্যান্ডকে হারিয়েও একটুর জন্য বিশ্বকাপে খেলা হচ্ছে না ইংলিশ চ্যানেলের ছোট্ট দ্বীপপুঞ্জ জার্সি-র। অন্যদিকে, শেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে গেলেও স্কটল্যান্ডকে হারানোর সৌজন্যে রানার্স হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলবে ইতাীলি। এদিন, ইউরোপিয়ান কোয়ালিফায়ারের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ইতালি করে ৭ উইকেটে ১৩৪ রান। জবাবে ১৬.৫ ওভারে ১ উইকেট খুইয়ে সেই রান তুলে জিতে নেয় ডাচরা।
স্কটল্যান্ডকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপে ওঠার পথে ছিল জার্সি
২০২৬ বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াই ইউরোপের জোনের ম্যাচে স্কটল্য়ান্ডকে ১ উইকেটে হারাল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে স্কটল্যান্ড করেছিল ১৩৩। ৪৯.৫ ওভারে জার্সির স্কোর ছিল ১৩৩ রান, ৯ উইকেট। শেষ বলে এক রান নিয়ে জার্সিকে জেতান জ্যাক ডানফোর্ড। ইংলিশ চ্য়ানেলের দ্বীপপুঞ্জের ছোট্ট দেশ জার্সি-র জয়ে নায়ক ওপেনার গ্রিনউড (৪৯)। মাত্র ১ লক্ষ জনসংখ্যার অচেনা দেশ স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে তাড়া করে জিতল, ম্য়াচের শেষ বলে ৯ উইকেট হারিয়ে।
কীভাবে বিশ্বকাপে উঠল জার্সি
🔴 MENS CRICKET 🔴
JERSEY WIN BY 1 WICKET! 🇯🇪 🇯🇪🇯🇪
An absolute classic!!!
Didn't make it easy for ourselves & credit to @CricketScotland. The Jersey boys were absolutely phenomenal for 3/4 of that game.
Carlyon's opening spell, Greeny's knock, Wardy's six & Dunny's scoop 🤯👏 pic.twitter.com/5ZPrf4ItKK
— Jersey Cricket (@cricketinjersey) July 11, 2025
জার্সি কি স্বাধীন দেশ? কবে থেকে ক্রিকেট খেলছে
জার্সি হল ব্রিটিশ রাজ পরিবারের ওপর নির্ভরশীল অঞ্চল, ইংলিশ চ্যানেলে ফ্রান্সের কাছে অবস্থিত। এর আয়তন মাত্র ১২০ বর্গকিলোমিটার, যা বাংলাদেশের একটি ছোট শহরের সমান। জনসংখ্যা প্রায় ১,০৬,০০০। এই ক্ষুদ্র দ্বীপটি তার দুগ্ধজাত গবাদি পশু ও পর্যটনের জন্য বিখ্যাত। জার্সিরাষ্ট্রসংঘের স্বীকৃত স্বাধীন দেশ নয়। এটি একটি ব্রিটিশ ক্রাউন ডিপেন্ডেন্সি। জার্সির ক্রিকেট ইতিহাস প্রায় ১৫০ বছরের পুরনো। ১৯৫০ সালে গার্নসির সঙ্গে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে। তবে ২০০৫ সালে আইসিসি সদস্য হয়। ২০১৮ সালে টি-২০ খেলার মর্যাদা পায়। ৭ বছরের মধ্যে একেবারে বিশ্বকাপে উঠে চমকে দিল তারা।
জার্সির চমক
এদিন, নেদারল্যান্ডসের হেগে বিশ্বকাপের মূলপর্বে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড ও জার্সি।