Lords Test Day 3: লর্ডস টেস্টের প্রথম ইনিংসের শেষ দুই দলের স্কোর একেবারে সমান জায়গায় দাঁড়িয়ে। ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ঠিক ৩৮৭ রানে অল আউট হল। ১০ বছর পর টেস্ট ক্রিকেটে এমন হল, যেখানে দুই দলের প্রথম ইনিংস একই রানে শেষ হল। ১-১ জায়গায় দাঁড়িয়ে থাকা সিরিজে একেবারে ৫০:৫০ জায়গা থেকে এবার লর্ডসে ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস শুরু করবে। ম্যাচের এখনও পুরো গোটা দু দিন বাকি আছে। কেএল রাহুলের অনবদ্য সেঞ্চুরি, ঋষভ পন্থের ৭৪ ও রবীন্দ্র জাদেজার ৭২ রানে ভর করে ইংল্যান্ডের রানকে ধরে ফেলে টিম ইন্ডিয়া। এদিন ৫ উইকেটে ২৫৪ থেকে শুভমন গিলদের রান ৩৮৭ রানে যাওয়ার পিছনে বড় ভূমিকা নিলেন জাদেজা, নীতীশ রেড্ডি (৩০) ও ওয়াশিটংটন সুন্দর (২৩)।
দিনের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২ রান
লর্ডসে গতকাল, শুক্রবার দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ছিল ৩ উইকেটে ১৪৫। তার মানে আজ, শনিবার ভারতের শেষ ৭টি উইকেট পড়ল ২৮২ রানে। এখনও পিচে তেমন কিছুই নেই। টিম ইন্ডিয়ার ইনিংসের শেষে ইংল্য়ান্ড এক ওভার ব্যাট করে। বুমরার ওবার সামলে দেন ব্রিটশ ওপেনার জ্যাক ক্রাউলি। কাল, রবিবার টেস্টের চতুর্থ দিনে ২ রানে লিড রেখে খেলতে নামবেন দুই ব্রিটিশ ওপেনার-ক্রাউলি ও বেন ডাকেট।
রাহুলের সেঞ্চুরি, পন্থের ৭৪, জাদেজার ৭২
জোফ্রা আর্চারের বলে ওয়াশিংটনের আউটে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। ব্রিটিশ পেসার ক্রিস ওকস ৮৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন আর্চার ও বেন স্টোকস। ১টি করে উইকেট নেন ব্রাইডন কার্সে ও শোয়েব বাশির। দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন পন্থ। সেঞ্চুরি পূর্ণ করেই শোয়েব বাশিরের বলে আউট হন রাহুল। দারুণ ইনিংস খেলে ব্যক্তিগত৭২ রানে ওকসের বলে আউট হন জাদেজা। আরও পড়ুন-উইম্বলডনের ফাইনালে ৬-০,৬-০ জয়ের নজির ইগার
লর্ডসে প্রথম ইনিংসের শেষে দুই দলের স্কোর সমান সমান
For the first time since 2015, the first-innings totals are tied in a Test match! 😳
It’s all square, and England will now bat to set a target for #TeamIndia 👊#ENGvIND 👉 3rd TEST, DAY 3 | LIVE NOW on JioHotstar 👉 https://t.co/YhqadvE3Be pic.twitter.com/sVPf7RsMGf
— Star Sports (@StarSportsIndia) July 12, 2025
৫ উইকেটে ২৫৪ থেকে শেষ অবধি টিম ইন্ডিয়া করল ৩৮৭ রান
এদিন ২৪৮ রানে ৩ থেকে ঋষভ পন্থ ও কেএল রাহুলের উইকেট হারিয়ে ৫ উইকেটে ২৫৪ হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজা-নীতীশ কুমার রেড্ডি-র ৭২ রানের পার্টনারশিপে ভর করে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া।