Iga Świątek. (Photo Credits: X)

Iga Świątek 6-0, 6-0: উইম্বলডন (Wimbledon Finals 2025) তথা গ্র্যান্ডস্লাম টেনিসের ইতিহাসে সবচেয়ে একপেশে ফাইনাল জিতে প্রথমবার ঘাসের কোর্টের ঐতিহ্যের গ্র্যান্ডস্লাম জিতলেন ইগা শিয়নটেক। শনিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে পোল্যান্ডের শিয়নটেক ৬-০, ৬-০ হারালেন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যামেন্ডা অ্যানিসিমোভা-কে। এর আগে ওপেন এরায় উইম্বলডনের ফাইনালে কেউ কখনও সবগুলো গেমে জিতে চ্যাম্পিয়ন হননি কেউ। সেই বড় রেকর্ডটাই এদিন গড়লেন টুর্নামেন্টের অষ্টম বাছাই ইগা। অল ইংল্য়ান্ড ক্লাবের সেন্টার কোর্টে বিশ্বজোড়া ভিভিআইপিদের সামনে একেবারে একপেশে ম্যাচ ঘাম না ঝরিয়েই জিতেন পোল্য়ান্ডের সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়। তাঁর কেরিয়ারে ষষ্ঠ গ্র্য়ান্ডস্লাম আর প্রথম উইম্বলডনটা একেবারে ইতিহাস গড়ে জিতলেন ২৪ বছরের ইগা। প্রথমবার কোনও গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনালে নেমে মানসিক চাপের কাছে পরাস্ত হলেন মার্কিন তরুণী অ্যামেন্ডা অ্যানিসিমোভা। পোল্যান্ডের প্রথম মহিলা হিসাবে ঐতিহ্যের উইম্বলডন জেতার নজির গড়ে চোখে জল ইগা শিয়নটেকের।

১৯৮৮ সালে ফরাসি ওপেনের ফাইনালে ৬-০, ৬-০ জিতেছিলেন স্টেফি গ্রাফ

ওপেন এরায় এর আগে মাত্র একবারই কোনও গ্র্যান্ডস্লাম ফাইনালে সব কটি গেমে জিতেই চ্য়াম্পিয়ন হন কেউ। সেটি ছিল ১৯৮৮ সালের ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনাল। নাতাশা জেভেরেভা-কে ৬-০, ৬-০ হারিয়ে খেতাব জিতেছিলেন স্টেফি গ্রাফ। ৩৭ বছর পর গ্রাফের সেই নজির উইম্বলডনের ফাইনালে গড়লেন শিয়নটেক।

পুরো টুর্নামেন্টে একটা সেটেও না হেরে এবারের উইম্বলডন জিতলেন ইগা শিয়নটেক

সেমিফাইনালে ইগা ৬-০, ৬-২ হারিয়েছিলেন বেলেন্ডা বেনিচকে। সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মাত্র ২টো গেম হারিয়ে গ্র্য়ান্ডস্লাম জয়ের নজির এর আগে কারও নেই। এবারের উইম্বলডনে একটা সেটও না হেরে কাপ জিতলেন মহিলাদের ইগা। সেমিফাইনালে আরিয়ানা সাবালাঙ্কের মত ফেভারিট খেলোয়াড়কে হারিয়ে ফাইনালে ওঠা মার্কিন তারকা অ্য়ামান্ডা এদিন কোর্টে ঠিকমত দাঁড়ানোর আগেই হেরে যান। মাত্র ৪৫ মিনিটেই শেষ হল উইম্বলডনের ইতিহাসে সবচেয়ে একপেশে ফাইনাল।

প্রথমবার উইম্বলডন জিতলেন পোল্যান্ডের তারকা ইগা শিয়নটেক

একপেশে ফাইনাল জয়ের নজির

এতদিন উইম্বলডনের ফাইনালে একপেশে জয়ের রেকর্ড ছিল কিংবদন্তি বিলি জিন কিংয়ের। ১৯৭৫ উইম্বলডনের মহিলাদের সিঙ্গলসের ফাইনালে বিলি জিন কিং ৬-১, ৬-০ হারিয়েছিলেন ইভনে গোলাগোং কাউলে-কে। আজ সব কিছুকে ছাপিয়ে গেলেন শীর্ষ বাছাই ইগা। এর আগে চারবার ফসারি ওপেন, একবার ইউএস ওপেন জিতলেও ইগা শিয়নটেক কখনই উইম্বলডন জিততে পারেননি। লাল সুঁড়কি বা ক্লে কোর্টের রানি ইগা এবার গাসের কোর্টেও নিজের আধিপত্য স্থাপন করলেন। অন্যদিকে, সেমিফাইনালে বেলারুশের